• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ১৮৮ রানের লক্ষ্যেও অস্ট্রেলিয়ার অশনী সংকেত

    ১৮৮ রানের লক্ষ্যেও অস্ট্রেলিয়ার অশনী সংকেত    

    সংক্ষিপ্ত স্কোর-

    চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত  

    অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২৭৬

    ভারত ১৮৯ ও ২৭৪( পূজারা ৯২, হ্যাজলউড ৬/৬৭)


     

    স্টার্কের বল রাহানের প্যাডে লাগা মাত্রই আপিল করলো পুরো অস্ট্রেলিয়া দল। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিলেন স্মিথ, ফলাফলটা তাঁদের পক্ষেই আসলো। সেই শুরু, পরের ৩ ওভারে তাসের ঘরের মতো ভেঙে গেলো ভারতের লেজ। মাত্র ১৮ বল এবং ২০ রানের ব্যবধানে ভারতের ৫ উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া। তাদের সামনে এখন ১৮৭ রানের লক্ষ্য। বেঙ্গালুরুর উইকেট আর ইতিহাস বলছে, এই কাজটাও সহজ হবে না। ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে মাত্র একবার জিতেছে অস্ট্রেলিয়া। আর সব মিলে ভারতের মাটিতে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি আছে মাত্র চারটি। 

    রাহানের ফেরার পর ঠিক পরের বলেই সাজঘরে ফেরেন করুণ নাইর। স্টার্কের দুর্দান্ত এক বলে কিছুই করার ছিল না তাঁর। হ্যাটট্রিক বলটা কোনমতে সামলান ঋদ্ধিমান সাহা, ব্যাটের কানায় না লাগলে তাঁর পরিণতিও হতে পারতো নাইরের মতোই। পরের ওভারেই পূজারা ও অশ্বিনকে ফেরান হ্যাজলউড। এক ওভার পর আবারো তাঁর বলেই ওয়ার্নারের হাতে ক্যাচ দেন উমেশ যাদব। সব মিলিয়ে ৬৭ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

     

    শেষ উইকেট জুটিতে ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। অজিদের হতাশ করে লিডটাও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ও’কিফের বলে শর্মা ফিরলে ২৭৪ রানে থামে ভারতের ইনিংস।

     

    ১৮৮ রানের লক্ষ্যে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া।