পরাজয়ের জন্য নিজেদের দুষলেন হেরাথ
শ্রীলংকাকে জয়ের আশা দেখাচ্ছিল তাঁর বোলিংই। শেষ পর্যন্ত তাঁর বলেই জয়সূচক রান নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পরাজয়ের পর লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ বলেছেন, নিজেদের দোষেই ম্যাচটা হাতছাড়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে পুঁজিটা খুব বেশি ছিল না। তবুও হেরাথ মনে করছেন, ১৯১ রানের আগেই মুশফিকদের অলআউট করার সামর্থ্য তাঁদের ছিল, “পাকিস্তান, অস্ট্রেলিয়ার সাথে আমরা অল্প পুঁজি নিয়েই ম্যাচ জিতেছি। আমাদের বিশ্বাস ছিল বাংলাদেশকেও হারাতে পারব। আমাদের তিনজন স্পিনার ছিল, শুরুতে দুইটা উইকেটও পড়েছিল তাঁদের। তবে লাঞ্চের পর খেলার মোড় ঘুরে গেছে, বাংলাদেশ দ্রুত রান তুলেছে। আসলে তখনই আমরা ম্যাচটা হেরেছি।”
প্রথম ইনিংসে ২১০ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে চেপে ধরতে না পারার আফসোসটা পোড়াচ্ছে হেরাথকে, “ আমরা বোলিং ও ফিল্ডিংয়ে অনেক বেশি ভুল করেছি। গুরুত্বপূর্ণ কয়েকটা ক্যাচ ছাড়ার মাশুল আমাদের ভালোমতোই দিতে হয়েছে, বিশেষ করে সাকিবের ক্যাচ ছাড়াটা। আমি মনে করি এগুলোই আমাদের পরাজয়ের প্রধান কারণ। এরকম ম্যাচে এসব ভুল করলে ফলাফল আপনার পক্ষে যাবে না।”
প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হার মানতে হলো। হেরাথ বলছেন, এটা তাঁর ক্যারিয়ারের অন্যতম ‘বাজে’ পরাজয়, “সিরিজ শুরুর আগে বলেছিলাম, দুই দলই প্রায় সমানে সমান। আমরা কখনোই তাঁদের খাটো করে দেখিনি। তবুও এরকম হার মেনে নেওয়া কঠিন। বাংলাদেশ অনেক উন্নতি করছে। আগে কঠিন পরিস্থিতিতে তাঁদের চাপে ফেলা যেত, এবার সেটা হয়নি। তাঁরা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।”