জয় দিয়েই বুফনের হাজার-উদযাপন
আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে বলেছিলেন "জিদানের মতো কান্ড ঘটিয়ে বসতে পারেন মাঠে"। পুঁচকে আলবেনিয়া নয়, জিয়ানলুইজি বুফনের চিন্তার কারণ ছিল হাতছানি দিতে থাকা আরও একটি মাইলফলক! হাজার হোক, নিজের ক্যারিয়ারের হাজারতম ম্যাচ! এমন ম্যাচের আগে তো একটু স্নায়ুরচাপেই ভুগতেই পারেন ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক! তবে শেষ পর্যন্ত আর তেমন কিছুই ঘটে নি!
গোলবারের নিচে নিজের হাজারতম ম্যাচটা 'আয়েশের' সঙ্গেই পার করেছেন জিয়ানলুইজি বুফন। পুরো ম্যাচে সবমিলিয়ে মাত্র একটি সেভই করতে হয়েছে। ম্যাচও শেষ হয়েছে কোনো গোল হজম না করেই। সাথে জয় পেয়েছে ইতালিও। সব মিলিয়ে মাইলফলকের রাতটা ভালই গেছে ইতালিয়ান গোলরক্ষকের।
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে রাতে গ্রুপ 'জি' এর ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। অন্যদিকে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনও পেয়েছে সহজ জয়। ইসরাইলকে ৪-১ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষস্থানেই আছে তারা। স্পেনের সমান ১৩ পয়েন্ট নিয়ে ইতালি আছে দ্বিতীয় স্থানে।
প্রতিপক্ষ বাধা হয়ে দাঁড়াতে না পারলেও আরেকটু হলেই ভেস্তে যেতে বসেছিল বুফনের রাতটা! দ্বিতীয়ার্ধে এক ইতালিয়ান সমর্থকের ছোড়া বাষ্পীয় বোমের ধোঁয়া মাঠে ছড়িয়ে পড়লে প্রায় আট মিনিটের মতো বন্ধ থাকে খেলা। পরে অবশ্য অবস্থা অনুকূলে এনে শুরু হয় খেলা।
বুফনের রেকর্ড গড়ার রাতে মাত্র ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন ড্যানিয়েলে ডি রসি। ম্যাচ শেষের বিশ মিনিট আগে সিরো ইমমোবিলের দ্বিতীয় গোলে নিশ্চিত হয় ইতালির জয়। অন্যদিকে স্পেনের গোলের খাতা খোলেন ডেভিড সিলভা। প্রথমার্ধেই ভিতোলোর গোলে সেই ব্যবধান দ্বিগুণও করে স্পেন। দ্বিতীয়ার্ধে ডিয়েগো কস্তার হেড আর ম্যাচ শেষের দুই মিনিট আগে ইস্কো গোলে বড় জয় নিশ্চিত হয় লা রোজাদের। এর আগে ইসরায়েলের হয়ে অবশ্য ৭৬ মিনিটে এক গোল শোধ দেন রাফায়েলোভ।
রাতে ডি গ্রুপের আয়ারল্যান্ড ও ওয়েলসের খেলা গোলশুন্য ড্র হয়েছে। অন্যদিকে গ্রুপ 'এইচে' কসোভোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে আইসল্যান্ড।