স্টার্ক-লিনকে রেখেই দল ঘোষণা অস্ট্রেলিয়ার
টেস্ট সিরিজে পাওয়া ইনজুরির জন্য এবারের আইপিএলে নেই মিচেল স্টার্ক। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পেয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে পড়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিস লিন। তবে এই দুইজনকে রেখেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক ট্রেভর হনস জানিয়েছেন, আঘাত পাওয়া স্টার্ক ও লিনকে দ্রুতই খেলায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে, “আমাদের চিকিৎসকরা সবসময় দুজনের ইনজুরির ব্যাপারে খোঁজ রাখছেন। আশা করি ১৮ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে দলের সাথে যোগ দেবেন।” স্টার্কসহ এবারের অস্ট্রেলিয়া দলে আছেন চারজন পেসার। ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সেই ইনিংস খেলা মার্কাস স্টোয়নিসও। বাদ পড়েছেন ২০১৫ বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দা ম্যাচ জেমস ফকনার।
২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অস্ট্রেলিয়া তৃতীয়বারের মতো এই শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
অস্ট্রেলিয়া দলঃ
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।