পূর্ণ সদস্যপদে আপস করবে না বিসিবি
প্রস্তাবটা সামনে আসার পর থেকেই সেটার বিরোধিতা করে আসছে বাংলাদেশ। গত মার্চেও ‘টেস্ট খেলুড়ে দেশের অবনমনের পদ্ধতি’ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল বিসিবি। এবার আইসিসিকে দেওয়া এক চিঠিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, কোনোভাবেই এই নীতি মেনে নেবে না বাংলাদেশ।
আইসিসির প্রধান অপারেটিং কর্মকর্তা ইয়ান হিগিনসকে দেওয়া এক চিঠিতে নাজমুল হাসান আইসিসির নীতির বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন, “খসড়া প্রস্তাব পরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আমরা পূর্ণ সদস্যপদের নতুন নীতিমালার বিপক্ষেই থাকব। এটা কিছুতেই হতে পারে না যে পূর্ণ সদস্যরা অবনমিত হয়ে সহযোগী সদস্যে নেমে যাবে। এই অবনমন নীতি শুধুমাত্র সহযোগী সদস্যদের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। সহযোগী সদস্যরা প্রথমে সাময়িকভাবে পূর্ণ সদস্যপদ লাভ করবে। এরপর তাঁরা পাকাপোক্তভাবে এই তালিকায় ঢুকে যাবে; পদ্ধতিটা এমনই হওয়া উচিত।”
নতুন নীতিমালায় এটাও বলা হয়েছে, পূর্ণ সদস্যপদ প্রাপ্তি নিয়ে আইসিসির তৈরি করা বিশেষ কমিটির সিদ্ধান্তই মেনে নিতে হবে। এখানে আইসিসির মূল কমিটির কোনো ভূমিকা থাকবে না। এটার সাথেও একমত হতে পারছেন না নাজমুল হাসান, “আইসিসির পরিচালনা বোর্ডের হাতেই মূল ক্ষমতা থাকতে হবে। বিশেষ কমিটির ভোটাভুটিতে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নাও আসতে পারে! পুরো ব্যাপারটিই নতুনভাবে সাজানোর সুযোগ রয়েছে। আমরা এই ব্যাপারে আগামী বৈঠকে বলব।”
এদিকে নতুন নীতিমালায় আরও বলা আছে, পূর্ণ সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে মহিলা দলের পারফরম্যান্সও আমলে নেওয়া হবে। নাজমূল হাসানের মতে, এরকম সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই অমূলক, “প্রমীলা ক্রিকেটকে এটার সাথে জড়িয়ে ফেলাটা ভুল হবে। এখনো বেশিরভাগ দেশের প্রমীলা ক্রিকেটের অবস্থা ভালো নয়, তাঁরা এখনো ধাপে ধাপে এগোচ্ছে। এরকম অবস্থায় এই সিদ্ধান্ত নিলে সেটাতে ক্ষতিই হবে।”