• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়লো বাংলাদেশের

    পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়লো বাংলাদেশের    

    ওয়ানডে র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি 


    বার্ষিক ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদে আগের মতো সাতেই আছে বাংলাদেশ। নিজেদের পয়েন্ট এক কমেছে বাংলাদেশের, তবে আটে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান দুই থেকে বেড়ে হয়েছে তিন। বাংলাদেশের পয়েন্ট ৯১, পাকিস্তানের ৮৮। বাংলাদেশের ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৯৩, আগের র‍্যাংকিং থেকে তাঁদের কমেছে পাঁচ পয়েন্ট। বাংলাদেশের সঙ্গে ব্যবধান তাই কমেছে শ্রীলঙ্কার। 

     

    আর র‍্যাংকিংয়ে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তানের ব্যবধান বেড়ে হয়েছে নয়।

     

    ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর মধ্যে ইংল্যান্ড ও র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা সাতটি দল সরাসরি খেলবে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। নির্দিষ্ট সময়সীমার মাঝে বাংলাদেশের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর আছে চ্যাম্পিয়নস ট্রফি। জুলাইয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজের কথা থাকলেও সেটা আপাতত হচ্ছে না বলেই জানিয়েছে পিসিবি।

     

    এই সময়ের মাঝে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের সঙ্গে খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সময়ের মাঝে চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া পাকিস্তানের আর কোনও সিরিজ নেই।  

     

    ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষেই আছে দক্ষিণ আফ্রিকা(১২৩), দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাঁদের পয়েন্ট ব্যবধান পাঁচ।