'ভারতের অনুপস্থিতিতে রং হারাবে চ্যাম্পিয়নস ট্রফি'
ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে ভারত, এমনটা শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরেই। এবার দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ডেভিড মিলার বলেছেন, ভারত না থাকলে রং হারাবে চ্যাম্পিয়নস ট্রফি।
আইসিসির নতুন লভ্যাংশ বন্টন নীতির সাথে একমত না হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি বর্জনের ইঙ্গিত এসেছে বিসিসিআই থেকে। আমলা মনে করেন, এরকম হলে ক্রিকেটেরই ক্ষতি, “ ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করে, তাহলে সেটা টুর্নামেন্টের জন্য বড় ধাক্কা হবে। আকর্ষণীয় ইভেন্ট দেখতে চাইলে সবাই চাইবে ভারত থাকুক।” অন্যদিকে মিলার বলছেন, ভক্ত এবং ব্যবসায়ীরাও হতাশ হবেন ভারতের অনুপস্থিতিতে, “ভারত না খেললে সেটা ক্রিকেট ভক্ত এবং ব্যবসায়ীদের জন্যও হতাশার কারণ হবে। আমরা চাই ভারত এতে অংশ নিক।”
এদিকে শচীন ও দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও বিসিসিআইকে চিঠি দিয়েছেন। কুম্বলে বলেন, বিরাট কোহলিসহ পুরো ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য মুখিয়ে আছে। শুধু তাই নয়, তাঁরা শিরোপা ধরে রাখতেও বদ্ধ পরিকর।