• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত

    চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত    

    সাবেকদের অনেকেই বলে আসছিলেন, কোনোভাবেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আসা উচিত হবে না ভারতের । কোচ অনিল কুম্বলে পর্যন্ত ব্যাপারটা নিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু আইসিসির সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েনে বিসিসিআই শেষ পর্যন্ত দল পাঠাবে কি না, সেটা নিয়ে ছিল সংশয়। অবশেষে সেসব ঘুঁচেছে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল পাঠাবে ভারত। আজ কালের মধ্যেই জানা যাবে ভারতের দল।

    আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে দর কষাকষিতে বেশ কিছু দিন ধরেই চাপান উতোর চলছে বিসিসিআইতে। সাধারণ সভায় বিসিসিআইয়ের পক্ষে কোনো ভোট না পড়ায় আরও কোণঠাসা হয়ে যায় তারা। গত ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণার কথা থাকলেও বিসিসিআই সেটা করেনি। গুঞ্জন উঠেছিল, আইসিসির সঙ্গে সমঝোতা না হলে শেষ পর্যন্ত দল পাঠাবে না ভারত। কিন্তু চাপ আসছিল অনেক দিক থেকে। সাবেক ক্রিকেটার, টিভি সম্প্রচার কোম্পানি স্টার থেকে বিসিসিআইয়ের চার পরামর্শকও চাপ দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সেটির কাছেই নতি স্বীকার করল বিসিসিআই। আইসিসির কাছে কোনো আইনি নোটিশ পাঠাবে না বলেও জানিয়েছে।