'রুট অনেক বেশি আক্রমণাত্মক অধিনায়ক হবে'
বছরের শুরুতেই অ্যালিস্টার কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টেই অধিনায়কত্বের ‘অভিষেক’ হবে জো রুটের। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন বলছেন, রুটের নেতৃত্বে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে ইংল্যান্ড।
কুকের ‘অতি-রক্ষণাত্মক’ মনোভাবের কারণেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হেরেছিল বলেই মনে করেন ওয়ার্ন, “আমার মনে হয় কুকের চেয়ে রুট একটু বেশি আক্রমণাত্মক অধিনায়ক হবে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের কথাই ধরুন। ইংল্যান্ডের জেতার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তাঁরা অনেক বেশি সময় ব্যাট করেছে পরাজয় এড়ানোর জন্য। এসব পরিস্থিতিতে রুট আরও ভালো করবে। সে পরাজয়ের ব্যাপারে না ভেবে জয়ের জন্য বেশি চেষ্টা করবে।”
অধিনায়ক হিসেবে রুটকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন ওয়ার্ন, “সে এই দায়িত্বটা উপভোগ করবে। ‘অধিনায়ক’ রুট কেমন পারফর্ম করে সেটা দেখার অপেক্ষায় আছি। সে যেভাবে ব্যাটিং করে ওভাবেই দলকে নেতৃত্ব দেবে বলেই আমার বিশ্বাস। এটা নিশ্চিতভাবেই তাঁর সেরাটা বের করে আনবে।”