ফিক্সিংয়ের 'তথ্য' না দেওয়ায় নিষিদ্ধ নওয়াজ
পিএসএলের ফিক্সিং কেলেংকারির পর পাকিস্তানের ক্রিকেটারদের ওপর কড়া নজরদারি রাখছিল পিসিবি। বেশ কয়েকজন সন্দেহজনক ক্রিকেটারকে ফিক্সিংয়ের ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছিল। এবার সেই তথ্য সময়মতো না দেওয়ায় পাকিস্তান দলের স্পিনার মোহাম্মদ নওয়াজকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পিসিবি জানায়, নওয়াজ তাঁদের দেওয়ার নির্ধারিত সময়ে ফিক্সিং সংক্রান্ত তথ্য জমা দেননি, “ ৮ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এরপর ১৫ মের মাঝে নওয়াজের ওই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল পিসিবির কাছে। কিন্তু সে এটা করেনি। এজন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পিসিবির নির্দেশমতো কাজ করলে এটা বেশিদিন থাকবে না।”
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ, “হ্যাঁ আমি নির্ধারিত সময়ে তথ্য জমা দিইনি। কিন্তু পিসিবি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছিল সেগুলো একেবারেই ভিত্তিহীন। আমি অনৈতিক কিছুই করিনি।”
নওয়াজের ২ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৬ মে থেকে। নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে ২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। এখন থেকে পিসিবির অ্যান্টি করাপশন বিভাগের অনুশীলনমূলক ক্লাসেও অংশ নিতে পারবেন না নওয়াজ।