• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই'

    'বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই'    

    অন্যতম ‘ফেভারিট’ তকমাটা ইতোমধ্যেই গায়ে লেগে গেছে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে স্বাগতিক ইংল্যান্ড। সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল বলছেন, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবে মরগানরা। বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও জানিয়েছেন বেল।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটা দুঃস্বপ্নের মতো কেটেছে ইংলিশদের। আইসিসির অফিসিয়াল সাইটে এক কলামে বেল বলছেন, এই ম্যাচটা ভুলে সামনের দিকে তাকাতে হবে, “চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ভালো পারফর্ম করেছে দল। শুধু শেষ ম্যাচটা ভালো কাটেনি, ওটা ভুলে যাওয়াই উত্তম। ইংল্যান্ড দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

    ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। ওই দুঃস্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলবেন ওকসরা, বিশ্বাস বেলের, “আমাকে অনেকবার ওই ম্যাচের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বিশ্বাস করি ইংল্যান্ড এটা তাঁদের মাথা থেকে ঝেড়ে ফেলেই মাঠে নামবে। শুধু একটা কথাই বলতে চাই, সবাইকে যতটা সম্ভব ভুল এড়িয়ে যেতে হবে।” ওই দলের বাটলার, মরগান, রুট, ওকসরা আছেন এবার। আগের সেই স্মৃতি নিশ্চয় ভুলে যেতে চাইবেন। 

    বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে দেখছেন না বেল, “ বাংলাদেশকে একেবারেই খাটো করে দেখার সুযোগ নেই। মরগানরা জানে বাংলাদেশ কতটা ভয়ংকর হতে পারে। ইংল্যান্ডের উচিত নিজেদের শক্তিমত্তার ব্যাপারে ভাবা। বাংলাদেশের এই ম্যাচ জয়ের সামর্থ্য আছে। এটা আগেও অনেকবার দেখেছি। তবে ইংল্যান্ড যদি শিরোপা জিততে চায়, তাহলে এই ম্যাচ তাঁদের জিততে হবে। আমার বাজিটা ইংল্যান্ডের পক্ষেই!”