ভারতের পেস আক্রমণ সামলাতে প্রস্তুত পাকিস্তান
প্রস্তুতি ম্যাচের আগে কোহলি বলেছিলেন, এবার তাঁর বোলাররাই হবে দলের মূল শক্তি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেটার প্রমাণও মিলেছে। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমাররা। এবার পাকিস্তান ব্যাটসম্যান আজহার আলি বলছেন, ভারতের পেস আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত তাঁর দল। অতিরিক্ত চাপ নেবেন না, সেটাও জানিয়ে রাখলেন।
আজহার মনে করেন, ভারতের বোলিং লাইনআপ খুব একটা সমস্যায় ফেলবে না তাঁদের, “গত কয়েক বছরে ভারতের বোলিংয়ের অনেক উন্নতি হয়েছে। প্রস্তুতি ম্যাচেও তাঁরা দারুণ বোলিং করেছে। কিন্তু আমরা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের ব্যাটসম্যানরা তাঁদের বোলারদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।”
ভারতের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত চাপ নেবে না পাকিস্তান, বলছেন আজহার, “আমরা পেশাদার ক্রিকেটার। কার বিপক্ষে খেলছি এটা বড় কথা না। মাঠে নেমে নিজেদের স্বাভাবিক খেলা ধরে রাখাটাই আমাদের লক্ষ্য। ওই ম্যাচেও এর ব্যতিক্রম হবে না বলেই আমার ধারণা। আমরা নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা করব। আশা করি ভালো ফলাফল আসবে। আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা জানি, ওভাবেই এগোবো।”