পাকিস্তানের বিপক্ষে খেলাটা 'উপভোগ' করেন কোহলি
আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে তাদের রেকর্ডটা ঈর্ষণীয়। চ্যাম্পিয়নস ট্রফির এবারের দেখায়ও পাকিস্তানকে হারিয়েছে তার দল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন, পাকিস্তানের বিপক্ষে খেলাটা অনেক ‘উপভোগ’ করেন। ভবিষ্যতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর বেশি ম্যাচ খেলার ইচ্ছাও পোষণ করেছেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সরফরাজের দলকে হেসে খেলেই হারিয়েছে ভারত। কোহলি বলছেন, পাকিস্তানের সাথে লড়াইটা বরাবরই উপভোগ্য, “পাকিস্তানের বিপক্ষে খেলাটা আমি যথেষ্ট উপভোগ করি। তারা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে। মাঠের পরিবেশও দারুণ থাকে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে। একজন ক্রিকেটার হিসাবে এটা বেশ ভালো একটা অনুভূতি। এবারো তার ব্যতিক্রম হয়নি।”
দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কম জলঘোলা হয়নি। কোহলিও ভবিষ্যতে আর বেশি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চান, “ আমরাই সবাই বেশি বেশি ক্রিকেট দেখতে চাই। কিন্তু এসব ব্যাপার আমাদের হাতে নেই। আমার এসব কথা বলাও মানায় না। দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাই এগুলো সিদ্ধান্ত নেবেন। আমার মতামত আসলে গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা হওয়া উচিতও নয়!”