• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    কোনো 'অজুহাত' দাঁড় করাচ্ছেন না স্মিথ

    কোনো 'অজুহাত' দাঁড় করাচ্ছেন না স্মিথ    

    প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার জন্য একরকম ‘নকআউট’। শেষ পর্যন্ত  স্টোকসের সেঞ্চুরি পর বৃষ্টি আইনে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অজিরা। ম্যাচের পর অধিনায়ক স্মিথ বলছেন, পরাজয়ের জন্য কোনো ‘অজুহাত’ দাঁড় করাতে চান না।

    ভারত সফরের পরপরই অংশ নিয়েছেন আইপিএলে। গত কয়েক মাসে অজি ক্রিকেটাররা বিশ্রাম পাননি একটুও। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার কারণ হিসাবে এটাকে মানতে নারাজ স্মিথ, “পরাজয়ের কোনো অজুহাত দিতে চাই না। বড় টুর্নামেন্টে খেলতে আসলে যেভাবে খেলতে হয় আমরা সেটা করতে পারিনি। পুরো টুর্নামেন্টটাই হতাশার মাঝে কেটেছে। কোনোকিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের দলে ভালো ক্রিকেটার আছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি কেউই। আজকের ম্যাচে বেশ কয়েকটা ভালো সুযোগ এসেছিল আমাদের সামনে। ব্যাটিংয়ের সময় আমরা ২ উইকেটে ১৫০ রান তুলেছি। এরপর এক পর্যায়ে ১৫ রানেই ৫ উইকেট হারিয়েছি। বোলিংয়ের শুরুতে দারুণ শুরু করেছিলাম। কিন্তু স্টোকস ও মরগান ম্যাচটা আমাদের নাগালের বাইরে নিয়ে গেছে।”

    তবে স্মিথের সাথে একমত নন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, “তিন ম্যাচেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্লান্ত লেগেছে। গত জানুয়ারি থেকেই তারা টানা ক্রিকেট খেলছে। ভারতের বিপক্ষে সিরিজের পরেই আইপিএলে খেলতে হয়েছে। সেখান থেকে সরাসরি ইংল্যান্ডে এসেছে অনেকেই। এটা তাদের খেলায় প্রভাব ফেলেছে। ভালো সূচনা করেও কেউ বড় ইনিংস খেলতে পারেনি। লম্বা ক্রিকেটসূচীর ধকলটা স্পষ্ট ছিল।”