• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত'

    'ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত'    

    আইসিসি টুর্নামেন্ট মানেই যেন দক্ষিণ আফ্রিকার হতাশার গল্প। এবারো সেটার ব্যতিক্রম হলো না। আক্ষরিক অর্থে ‘নকআউট’ ম্যাচে ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল এবি ডি ভিলিয়ার্সের দল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের এরকম বিদায়ের পর প্রশ্ন উঠেছে ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়েও। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেপলার ওয়েসেলস বলেছেন, ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। যদিও এবি বলছেন, দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছা নেই তার।

     

    ওয়েসেলসের মতে, এবির অধিনায়কত্ব দলের কোনো কাজে আসছে না, “সে বেশ কয়েকমাস ধরেই দলে  নিয়মিত না। যদি এরকম চলতে থাকে তাহলে তার উচিত হবে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। সে কিছু ম্যাচ খেলছে, কিছু ম্যাচ খেলছে না। তার নেতৃত্বেও এর প্রভাব পড়ছে। সত্যি বলতে এটা আর কাজ করছে না।”

    ডি ভিলিয়ার্স তার দলের বোলারদের ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না বলেও অভিযোগ ওয়েসেলসের, “ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার। ইমরান তাহির দলের সেরা বোলার। ভারতের বিপক্ষে খুব অল্প পুঁজি নিয়ে বল করছে দল, অথচ তাহিরকেই বল দেওয়া হচ্ছে না! দুই ওভার করিয়ে বোলিং থেকে সরিয়ে নিলে তার থেকে উইকেট আশা করতে পারেন না।”

     

    তবে এবি কিন্তু এসবে একদমই কান দিচ্ছেন না, “আমি বিশ্বাস করি আগামি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব চালিয়ে যেতে পারব। আমার ধারনা অধিনায়ক হিসেবে আমি যথেষ্ট ভালো এবং দলকে সামনের দিকে নিতে পারব। আমাদের দলে অনেক প্রতিভা আছে। এটাকে পুঁজি করেই ভবিষ্যতের কথা ভাবতে হবে।”