কাজ হয়েছে কোহলির 'কঠিন ভাষাতেই'
পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর লংকানদের কাছে পরাজয় অনেকটা ‘খাদের কিনারায়’ ঠেলে দিয়েছিল দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হয়ে উঠেছিল কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’। শেষ পর্যন্ত দারুণ এক জয়ে সেমিতে উঠেছে ভারত। ম্যাচ শেষে অধিনায়ক কোহলি বলছেন, শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের পর দলের সদস্যের সাথে খানিকটা ‘কঠিন ভাষায়ই’ কথা বলেছিলেন।
কোহলি বলছেন, লংকানদের ম্যাচে করা ভুল সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, “আপনাকে সত্যবাদী হতে হবে। এমন কিছু কথা বলতে হবে যেটা শুনে অনেকেই কষ্ট পাবে। আমি এটাই মনেপ্রাণে বিশ্বাস করি। সবাইকে খোলাখুলিভাবে জানাতে হবে কার কোথায় ভুল হয়েছে, কোথায় কমতি আছে। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। লাখো মানুষের মাঝে আমাদের বাছাই করা হয়েছে এই দলের জন্য। দেশের জন্য আমাদের সবসময় ঘুরে দাঁড়িয়ে নিজেদের সেরাটাই দিতে হবে।”
দলের বাকি সদস্যরাও তাকে সহায়তা করেছেন বলেই জানান কোহলি, “একই ভুল বারবার করা আমাদের মানায় না। এই ধারণা থেকে আমরা সবাই বের হয়ে এসেছি। দুই-তিনজন ক্রিকেটার না, দলের সবাই এটা বুঝেছে। দলগত পারফরম্যান্সই আপনাকে জয় এনে দেবে। আর এরকম অচেনা কন্ডিশনে কাজটা আরো কঠিন হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের সবাই দারুণ পারফর্ম করেছে।”