• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন সরফরাজ

    নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন সরফরাজ    

    দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দারুণ এক জয় এনে দিয়েছেন। সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাসটা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের চোখেমুখে স্পষ্ট ছিল। কিন্তু সেই সেমিতেই আরেকটু হলে খেলা হতো না তাঁর! ধীরগতির ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা না দিয়ে সতর্ক করা হয়েছে সরফরাজকে, সাথে জরিমানাও গুনতে হচ্ছে।

     

    লংকাদের বিপক্ষে নির্ধারিত সময়ে পাকিস্তানের  বোলিং শেষ হয়নি। মোহাম্মদ আমির, হাসান আলিসহ অন্য ফাস্ট বোলাররা বেশ খানিকটা বাড়তি সময় নিয়েছেন শ্রীলংকাকে অলআউট করার জন্য। অতিরিক্ত সময় নেওয়ার জন্য সরফরাজের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিলেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও মারাইস এরাসমুস। অভিযোগ স্বীকার করে নেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী অধিনায়ক সরফরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিস ব্রডের  নেতৃত্বে ম্যাচ রেফারির কমিটি।

     

     

    সেমিফাইনালে যদি পাকিস্তান দল নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারে, তাহলে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে সরফরাজের ওপর। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও খেলতে পারবেন না সরফরাজ। টুর্নামেন্টর শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লংকান অধিনায়ক উপুল থারাঙ্গা।