• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ডি ভিলিয়ার্সের রানআউটের জন্য আমিই দায়ী'

    'ডি ভিলিয়ার্সের রানআউটের জন্য আমিই দায়ী'    

    প্রথম দুই ম্যাচ মিলিয়ে করেছিলেন মাত্র ৪ রান। ভারতের বিপক্ষে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে এদিন শুরুটা ভালো করলেও ১৬ রানেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরতে হয়েছে। শেষ পর্যন্ত তাঁর দলও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। সতীর্থ ফাফ ডু প্লেসি বলছেন, ডি ভিলিয়ার্সের রান আউটের জন্য তিনিই দায়ী।

    ভারতের কাছে পরাজয়ের পর ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। ডু প্লেসি বলছেন, পরাজয়ের দায়টা মোটেও এবির নয়, “তাঁর ওপর এরকম চাপ সৃষ্টি করা ও পরাজয়ের জন্য দোষারোপ করা একদমই উচিত নয়। আমি একটা কথা বলতে চাই, এবি দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। দলই সেটার প্রতিদান দিতে পারেনি। আর তাঁর রানআউটের জন্যও আমি দায়ী! ম্যাচের সময় সে কোনো ভুলই করেনি।”

    পুরো টুর্নামেন্টেই নিজেদের সেরা ফর্মের ধারে কাছেও ছিল না দক্ষিণ আফ্রিকা, বলছেন ডু প্লেসি, “গত কয়েক ম্যাচে আমরা অনেক বাজে ক্রিকেট খেলেছি। শুধু আজ না, পাকিস্তানের বিপক্ষেও এমনটা হয়েছে। শ্রীলংকার বিপক্ষে দু-একজনের কল্যাণে জয় এসেছে। দলে সবাইকে নিজের দায়িত্বটা  পালন করতে হবে, যা আমরা করতে পারিনি। আর এরকম হলে আপনি ট্রফি জয়ের আশা করতে পারেন না। আমরা ধারাবাহিক পারফরম্যান্স দিতে পারছি না। গত দেড় বছর টপ অর্ডারে ব্যাটসম্যানরা অনেক সেঞ্চুরি পেয়েছে, এবার সেরকম কিছুই হয়নি।”