'এই জয়ে অধিনায়ক হিসাবে আমি গর্বিত'
র্যাঙ্কিংয়ের অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তাঁরা। প্রথম ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ নিজেই বলেছিলেন, এবারের আসরে তাদের হারানোর কিছুই নেই। সেই পাকিস্তানই ‘হট ফেভারিট’ ইংল্যান্ডকে হারিয়ে উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। দারুণ এক জয়ের পর সরফরাজ বলছেন, অধিনায়ক হিসেবে তিনি ‘গর্বিত’।
ভারতের বিপক্ষে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারিয়ে সেমিতে ওঠে তাঁরা। ইংলিশদের হতাশ করে ফাইনালের টিকেট নিশ্চিত করার পর সরফরাজ বলছেন, টুর্নামেন্টের শুরুতে কেউই এরকম কিছু আশা করেনি, “দলের অধিনায়ক হিসেবে আমার জন্য এটা অনেক গর্বের ব্যাপার। আমাদের এই তরুণ দলকে নিয়ে টুর্নামেন্টের শুরুতে কেউই এমন কিছু আশা করেনি। আমরা সেমিতে উঠবো এটা কারো কল্পনাতেই ছিল না। আমরা দারুণ পারফর্ম করেছি।”
জয়ের কৃতিত্বটা দলের সবাইকে দিতে চান সরফরাজ, “এই জয়ের পুরো কৃতিত্বটা আমি দলের ক্রিকেটারদের দিতে চাই। ভারতের বিপক্ষে পরাজয়ের পর সবাই যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা অসাধারণ। নির্বাচক কমিটিকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের দল ভবিষ্যতে আরও বেশি সমর্থন পাবে এটাই আশা করি, এতে আমরা আরও ভালো খেলতে পারব। এত চাপের মাঝেও দল ফাইনালে পৌঁছেছে। আমরা এখন ফাইনালের অপেক্ষায় আছি।”