• " />

     

    তামিমকে পেয়ে 'উচ্ছ্বসিত' এসেক্স

    তামিমকে পেয়ে 'উচ্ছ্বসিত' এসেক্স    

    দুদিন আগেই বোর্ড থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন। ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হয়ে খেলতে গতকাল দেশ ছেড়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে আট ম্যাচ খেলার চুক্তি করেছেন তামিম। এসেক্স কোচ ক্রিস সিলভারহুড বলছেন, তামিমকে দলে ভেড়াতে পেরে দারুণ আনন্দিত ক্লাবটি।

    কিছুদিন আগেই ইংল্যান্ডে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন তামিম। ২৯৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সিলভারহুডের মতে, তামিমের উপস্থিতি তাঁদের দলের ওপেনিংয়ে নতুন মাত্রা যোগ করবে, “চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের পারফরম্যান্সই প্রমাণ করে সে কত ভালো একজন ক্রিকেটার। আমরা নিজেদের দলের ওপেনিং জুটিটা আরও শক্ত করতে চাইছিলাম। তামিমের মতো ব্যাটসম্যানকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। তিনি আট ম্যাচের জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমরা তাঁর ব্যাটিং দেখার অপেক্ষায় আছি।”

    এসেক্সে হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তামিমও, 'ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। আমি রবি বোপারা, রায়ান টেন ডেসকাটে, আসহার জাইদিদের সাথে এবং বিপক্ষে অনেকবার খেলেছি। আশা করি দলের সাথে মানিয়ে নিতে পারবো দ্রুতই। ইংল্যান্ডে গিয়ে খেলা বরাবরই উপভোগ করি। এসেক্সও এই টুর্নামেন্টে ভালো করবে বলেই প্রত্যাশা সবার।”

    আগামীকাল কেন্টের বিপক্ষে মাঠে নামতে পারেন তামিম। তামিমের সাথে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসাবে এসেক্সের হয়ে মাঠে নামতে পারেন পাকিস্তানের মোহাম্মদ আমির।