• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    হার দিয়ে সিপিএল শুরু সাকিবের

    হার দিয়ে সিপিএল শুরু সাকিবের    

    সংক্ষিপ্ত স্কোর-

    বারবাডোস ট্রাইডেন্টস ১৪২/৭ ( শোয়েব মালিক ৩৩, সাকিব ১/২৬) 

    জ্যামাইকা তালাওয়াস ১৩০/৬ ( সিমন্স ৫৩, হোসেন ২/২৪) 

    ফলাফল- বারবাডোস ট্রাইডেন্টস ১২ রানে জয়ী 


     

    প্রথমবারের মতো সিপিএলে খেলতে আসা মিরাজ ট্রিনবাগো নাইট রাইডারসের প্রথম ম্যাচে বেঞ্চেই বসা ছিলেন। সাকিব অবশ্য জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন। তবে বারবাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ১২ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবের দলকে।

    টসে হেরে বল করতে নামা জ্যামাইকার হয়ে সপ্তম ওভারে বল করতে আসেন সাকিব।  প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ফেরান বারবাডোস ওপেনার ডোয়ায়েন স্মিথকে। সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন স্মিথ।

    প্রথম দুই ওভারে ৮ রান দেওয়া সাকিব নিজের শেষ দুই ওভারে দিয়েছেন ১৮ রান। আর কোনো উইকেটেরও দেখা পাননি। শেষ পর্যন্ত বারবাডোস করে ১৪২ রান, শোয়েব মালিক করেন ৩৩ রান। 

     

     

    ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেননি সাকিব। ক্রিজে টিকতে পেরেছেন মাত্র ৩ বল, করেছেন ১ রান। আকিল হোসেনের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে।

    সাকিবের মতো ব্যর্থ হয়েছেন জ্যামাইকার বেশিরভাগ ব্যাটসম্যানই। লেন্ডন সিমন্সের ৫৩ রানের ইনিংসও তাই জয় এনে দিতে পারেনি দলকে। প্রতিপক্ষের ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁদের ইনিংস থামে ১৩০ রানেই।