• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বাংলাদেশ থেকে গেছি, কেউ বুঝতেই দেয়নি'

    'বাংলাদেশ থেকে গেছি, কেউ বুঝতেই দেয়নি'    

    মনটা একটু খারাপ হতেই পারে মেহেদী হাসান মিরাজের। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা, তাও আবার ওয়েস্ট ইন্ডিজে। তবে খেলার ভাঁড়ারটা শুন্য হাতেই ফিরে আসতে হয়েছে সেখান থেকে, ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে যে কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি মিরাজের। তবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই বাংলাদেশের এই অফ স্পিনারের, বরং ২০০৭ সালের বিশ্বকাপের সেই সুখস্মৃতিটাই তাঁর কাছে এবারের বড় প্রাপ্তি। জানিয়েছেন, সেখানে সবাই তাঁকে বেশ আপন করেই নিয়েছেন।

    জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে গত মাসের শেষদিকেই উড়ে গিয়েছিলেন ক্যারিবিয়ানে। ত্রিনবাগো এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে হলেও কাগজে কলমে তাতে মিরাজের অবদান শুন্য, সবগুলো ম্যাচই যে দর্শক হয়ে দেখতে হয়েছে। তবে মিরাজের সেটা নিয়ে খুব বেশি আফসোস নেই, খেলতে পারলে ভালো লাগত। প্রথমবার এরকম একটা সফর ছিল, অনেক কিছুই শিখেছি।  সুনীল নারাইন, ব্রাভো, রামদীন, ম্যাককালাম, মানরো ছিল। সামনাসামনি তাদের খেলা দেখেছি, কথা বলেছি। অনেক কিছু জানতে পেরেছি।’

    প্রথম বারের মতো অচেনা পরিবেশে খাপ খাইয়ে নিতেও সতীর্থেরা সাহায্য করেছেন বলে জানিয়েছেন, ‘অনেক উপভোগ করেছি, আমাকে নিয়েও মজা করেছে। বুঝতে দেয়নি বাংলাদেশ থেকে গিয়েছি। নিজেদের মনে করেই আপন করে নিয়েছে।’

    তবে খেলতে না পারলেও ত্রিনবাগোর হোম গ্রাউন্ডে নামাটাই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল মিরাজের কাছে। দশ বছর আগে এই পোর্ট অব স্পেনেই বিশ্বকাপে ভারতকে হারিয়ে তাদের বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ওই সময় মিরাজ স্কুলের গন্ডিও পেরুননি। তবে সেই স্মৃতি এখনো চোখে লেগে আছে তাঁর,  ‘ওয়েস্ট ইন্ডিজে দ্বীপগুলো সুন্দর, এর আগে তো ওখানে যাওয়া হয়নি। ২০০৭ বিশ্বকাপে যে মাঠে ভারতকে হারিয়েছিলাম, এবারও এখানেই প্র্যাকটিস করেছি। সেখানে আমরা চার পাঁচটা ম্যাচ খেলেছি। ঘুরে ঘুরে আমি চারপাশে তাকাচ্ছিলাম। তখন আমি অনেক ছোট। খেলাটা টিভিতে দেখেছিলাম। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই ফিফটি করেছিল। মাশরাফি ভাই ম্যাচসেরা হয়েছিল। ওই স্মৃতিগুলো ভাসছিল চোখে। এই মাঠে তো আমি হোম গ্রাউন্ড হিসেবে খেলেছি। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছ।’

    কয়েক মাস পরেই আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এবার মিরাজ সেখান থেকে আরও কিছু সুখস্মৃতি নিয়েই নিশ্চয় ফিরতে চাইবেন।