• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    'আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুল খুঁজতে হবে'

    'আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুল খুঁজতে হবে'    

    মাত্র তিন দিনেই শেষ টেস্ট। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই ১৯ উইকেট হারিয়ে বড় পরাজয়ের স্বাদ পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক জেসন হোল্ডার বলছেন, এখন সময় এসেছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের অবস্থার দিকে তাকানোর।

    একদিনেই ১৯ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখ দেখতে হয়েছে ক্যারিবিয়দের। হোল্ডার বলছেন, ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ ছিল দল, “গত কয়েকটা দিন আমাদের জন্য কঠিন ছিল। বিশেষ করে এই ম্যাচটা। কোনোকিছুই আমাদের পক্ষে যায়নি। না আমরা ভালো বল করেছি, না ব্যাটসম্যানরা রান তুলতে পেরেছে। মাত্র তিনদিনেই আমরা হেরে গেছি। ইংল্যান্ডের সাথে একেবারেই পেরে উঠিনি।”

     

     

    এরকম পরাজয়ের পরেও অবশ্য সিরিজে ফেরার আশা ছাড়ছেন না হোল্ডার, “একটা ম্যাচ হেরেছি, এটাই সিরিজের শেষ না! এখানেই হার মেনে নিলে হবে না। ঘুরে দাঁড়াতে হবে, সেটা যেভাবেই হোক। ইংল্যান্ড অনেক ভালো খেলেছে। তবে আমি বিশ্বাস করি সব দলকেই হারানো সম্ভব। কিন্তু এটার জন্য প্রত্যেককে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে, কী ভুল করেছি আমরা, কী শুধরাতে হবে। তখনই পরের ম্যাচে ভালো করতে পারব।”