প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ খেললেন এক বল
সংক্ষিপ্ত স্কোর
সেন্ট কিটস ২০ ওভারে ১৭২/৮ (ওয়াটসন ৮০, ম্যাথুরিন ২/২৬)
জ্যামাইকা তালাওয়াস ১৯ ওভারে ১৭৬/৪ ( সাঙ্গাকারা ৭৪*, ওয়াটসন ১/২৪)
চতুর্থ বাংলাদেশি হিসেবে সিপিএলে খেলতে গেছেন। জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ। তবে খুব বেশি কিছু করতে পারেননি। জ্যামাইকার জয়ের দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলার সুযোগ পেয়েছেন।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জ্যামাইকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শেন ওয়াটসনের ৪৫ বলে ৮০ রানের সুবাদে ৮ উইকেটে ১৭২ রান তোলে সেন্ট লুসিয়া। সাঙ্গাকারা একবারও বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহকে।
বড় লক্ষ্য তাড়া করতে নামলেও মনে হচ্ছিল ব্যাটিংটাও পাবেন না। তবে ইনিংসের একেবারে শেষ মুহূর্তে রোভমান পাওয়েল সাজঘরে ফিরলে নামেন মাহমুদউল্লাহ। প্রথম বলেই ডিপ এক্সট্রা কভারে আলতো করে বল ঠেলে দিয়ে করেন এক রান। এর পরের বলেই চার মেরেই খেলা শেষ করেন সাঙ্গাকারা।