নিজের ওপর আত্মবিশ্বাসটা কখনোই হারাননি হোপ
১৭ বছরে ইংল্যান্ডের মাটিতে প্রথম জয়। জয়সূচক রানটা নিলেন ম্যাচের ‘নায়ক’ শাই হোপ। তার সাথে উল্লাসে মেতে ওঠা পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের চোখেমুখে ছিল অনেকটা ‘বিশ্বজয়ের’ আনন্দ। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ের পর হোপ বলছেন, নিজের ওপর আত্মবিশ্বাসটা কখনোই হারাননি।
দুই ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরি। প্রথম টেস্টের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ছিল প্রধান লক্ষ্য, জানালেন হোপ, “এজবাস্টনের পরাজয়ের পর একটা জয় খুব বেশি দরকার ছিল। আমরা জানি আমরা ভালো ক্রিকেটার। অনেক কথাই হয়েছে আমাদের নিয়ে। একটা কিছু করে দেখাতে হতো। নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা করেছি এই ম্যাচে। ফলাফলটাও আমাদের পক্ষেই গেছে।”
প্রথম ইনিংসে তার সাথে দারুণ এক জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন কার্লোস ব্রাথওয়েট। হোপ বলছেন, তরুণ ব্রাথওয়েটের থেকে অনেক কিছু শেখার আছে, “আমাদের সবারই তার থেকে অনেক কিছু শেখার আছে। সে ব্যাটিংয়ের সময় দারুণ ধৈর্যের প্রমাণ দিয়েছে। সে কম বয়সী হলেও এরই মাঝে অনেক জায়গায় খেলার অভিজ্ঞতা আছে। তার মতো দলের অন্যদেরও ধৈর্য ধরতে হবে ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই।”