• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    তিন উইকেট নিয়েও জেতাতে পারলেন না মাহমুদউল্লাহ

    তিন উইকেট নিয়েও জেতাতে পারলেন না মাহমুদউল্লাহ    

    সংক্ষিপ্ত স্কোর 

    জ্যামাইকা তালাওয়াস ১৬৮/৮ ( সাঙ্গাকারা ৫৭, রশিদ খান ৩/৩২)

    গায়ানা অ্যামাজন ১৭.৫ ওভারে ১৬৯/৫ ( রঙ্কি ৭০, মাহমুদউল্লাহ ৩/২৫)

     

    ব্যাট হাতে আহামরি কিছু করতে পারেননি। বোলিংয়ে এসে অবশ্য দলের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত পরাজয় দিয়েই নিজের প্রথম সিপিএল অভিযান শেষ করলেন তিনি। রশিদ খানের হ্যাটট্রিকের দিনে এলিমিনেটরে গায়ানা অ্যামাজনের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস।

     

    ১৬৯ রান তাড়া করতে নেমে ৩ ওভারে দুই উইকেট হারিয়ে ২৩ রান তোলে গায়ানা। চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারে দেন ১০ রান। চার ওভার পর আবারো তাকে আনেন জ্যামাইকা অধিনায়ক সাঙ্গাকারা। ওয়ালটন-রঙ্কির দারুণ এক জুটিতে ৮ ওভারেই ৯০ রান করা গায়ানা তখন সহজেই এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওয়ালটনকে ফিরিয়ে দলে স্বস্তি ফেরান মাহমুদউল্লাহ।

     

    তৃতীয় ওভারের শেষ বলে জেসন মোহামেদকে ফেরান মাহমুদউল্লাহ। ৭ রান করে তার হাতেই সহজ ক্যাচ তুলে দেন মোহামেদ। নিজের শেষ ওভারের চতুর্থ বলে গজানন্দকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন। চার ওভার বল করে দিয়েছেন ২৫ রান, নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য ১৩ বল হাতে রেখেই জয় পায় গায়ানা।

     

    এদিকে দিনের শুরুতে দুর্দান্ত এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তার বিধ্বংসী বোলিংয়ের মাঝেই সাঙ্গাকারার ৫৭ রানের সুবাদে ১৬৮ রান তোলে জ্যামাইকা। ব্যাট হাতে মাহমুদউল্লাহ খেলেছেন ৩ বল, করেছেন ৩ রান। স্টিভেন জ্যাকবসের বলে ফেরেন তিনি।