'বোলার হলে আমিও এটা আউট চাইতাম'
তাঁর স্ট্যাম্পিং নিয়ে গতকাল থেকে কম আলোচনা হয়নি। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে নাথান লায়নের বলে মঈন আলীর সেই আউট ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়। মঈন বলছেন, লায়নের জায়গায় তিনি থাকলেও ব্যাটসম্যানকে আউট হতে দেখতে চাইতেন।
দ্বিতীয় ইনিংসের ইংল্যান্ডের লিড ধীরে ধীরে বাড়ছিল জনি বেইরস্টো-মঈনের জুটির কল্যাণে। এক পর্যায়ে লায়নের বলে সামনে এগিয়ে ঠেকাতে যান মঈন। উইকেটকিপার টিম পেইন দ্রুততার সাথে বল ধরে স্টাম্পে লাগান। অন্য কেউ খুব একটা উৎসাহী না হলেও পেইনের আবেদনে টিভি আম্পায়ারের কাছে যায় ব্যাপারটি। দাগের পেছনে মঈনের পায়ের কোনো অংশ না থাকায় তাঁকে আউট দেন আম্পায়ার ক্রিস গ্যাফানি।
মঈন বলেছেন, আম্পায়ারের সিদ্ধান্তে নারাজ নন তিনি, “যদি আমি বোলার হতাম তাহলেও এটা আউটই চাইতাম। আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান দেখাতে হবে। আসলে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখা হচ্ছে সেটার ওপরেই নির্ভর করে এই ধরনের আউট। আমি ভেবেছিলাম ক্রিজের ভেতর পা রেখেছি, কিন্তু রিপ্লেতে সেরকম দেখা যায়নি। এরকম আউট হওয়ায় একটু তো হতাশই।”
ক্রিজের দাগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ আবার বলছেন, পপিং ক্রিজের ওই দাগ বাইরের লাইনের চেয়ে খানিকটা পুরু ছিল। মঈন অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি, “ক্রিকেটে এরকম অনেক কিছুই হয়। আসল কথা হচ্ছে আমি আউট হয়েছি। ম্যাচের যে মুহূর্তে ফিরতে হয়েছে সেটাই বেশি পীড়া দিচ্ছে। আমি আর জনি ভালো একটি জুটি গড়েছিলাম।”
শেষ পর্যন্ত মঈনের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতেই ১০ উইকেটের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।