• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    ওয়াগনারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

    ওয়াগনারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ    

    ১ম টেস্ট, ওয়েলিংটন, ১ম দিনশেষে
    টস- নিউজিল্যান্ড (ফিল্ডিং)
    ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ১৩৪ অল-আউট (পাওয়েল ৪২, ব্র্যাথওয়েট ২৪, ওয়াগনা ৭/৩৯)
    নিউজিল্যান্ড ১ম ইনিংস ৮৫/২ (ল্যাথাম ৩৭, র‍্যাভাল ২৯*, হোল্ডার ১/১৯)
    নিউজিল্যান্ড ৪৯ রানে পিছিয়ে 


    ওয়েলিংটনে টেস্টের প্রথম দিনে ব্যাটসম্যানরা যে দারুণ পরীক্ষার সামনে পড়বেন, সেটা মোটামুটি নিশ্চিতই। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরাও ব্যতিক্রম নন, তাদের সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন নেইল ওয়াগনার। সে পরীক্ষায় অবশ্য মোটামুটি ‘ফেল’-ই মেরেছেন তারা, ক্যারিয়ারসেরা বোলিং ফিগার হয়ে গেছে কিউই পেসারের। নিউজিল্যান্ডের ইতিহাসে তার ৩৯ রানে ৭ উইকেটের ফিগারই চতুর্থ সেরা। 

    উইকেটের ঘাসের কমতি নেই, তবে পেসাররা সহজাত মুভমেন্টটা পাননি। ৫৯ রানের ওপেনিং জুটিই বলে দেয়, বোল্ট-হেনরি-ডে গ্র্যান্ডহোমকে ভালভাবেই সামলিয়েছিলেন তারা। বিপত্তিটা ঘটিয়েছেন ওয়াগনার এসেই, রাউন্ড-দ্য-উইকেটে ক্রমাগত শর্ট বল করে ব্যাটসম্যানদের বাধ্য করেছেন ব্যাকফুটে নিয়ে যেতে। ক্রেইগ ব্র্যাথওয়েট এমনই শর্ট বলে প্রথম বেসামাল হয়ে পড়েছিলেন। কী শট খেলেছেন, সেটা নিজেই জানেন না, দিয়েছেন নিকোলসকে ক্যাচ। 

    কাইরন পাওয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, রসটন চেজও এরপর একে একে শিকার ওয়াগনারের শর্ট বলেরই। কোনো বল ছিল দুর্দান্ত, আবার কোনোটা আলগা। ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়েছেন তাতেই। সবচেয়ে বেশি বিভ্রান্ত ছিলেন বোধহয় অভিষিক্ত সুনিল আমব্রিস। 

    বুকসমান উচ্চতার বলটা ফ্লিক করে খেলেছিলেনও, তবে পেছাতে পেছাতে তার পা গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে! অভিষেক ইনিংসে প্রথম বলেই হিট-উইকেট হওয়া প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। সব মিলিয়ে অভিষেকে হিট-উইকেট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় তিনি ১১ নম্বর। 

    শর্ট বল ছাড়া ওয়াগনার যে উইকেট নিয়েছেন, দিনের সেরা ডেলিভারি সেটাই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডারের কাছে ওয়াগনারের ইয়র্কারের কোনও জবাবই ছিল না! শন ডওরিচের রান-আউটের পর মিগুয়েল কামিন্সকে বোল্ড করেছেন বোল্ট, ৫৯ রানে ০ উইকেট থেকে ১০৫ রানে ৯ উইকেটে পরিণত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

    শেষ উইকেটে কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল অবশ্য মোটামুটি ভুগিয়েছেন নিউজিল্যান্ডকে। ৫৫ বল টিকে ছিলেন তারা, রান যোগ করেছেন ২৯টি। 

    দিনশেষে নিউজিল্যান্ড পিছিয়ে মাত্র ৪৯ রানে। ৬৫ রানের ওপেনিং জুটি ভেঙেছে হোল্ডারের বাউন্সারে টম ল্যাথাম ক্যাচ দেওয়ায়। এরপরই নিউজিল্যান্ড ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন কেমার রোচ। কাট করতে গিয়ে তার বলেই গালিতে হোপকে ক্যাচ দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।