• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    এমন উইকেট আগে দেখেনি টেস্ট ক্রিকেট!

    এমন উইকেট আগে দেখেনি টেস্ট ক্রিকেট!    

     

    সকালেই কিংবদন্তি পেসার জোয়েল গার্নার তাঁর হাতে তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্যাপ। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে কী অপেক্ষা করছে, সেটা হয়ত কল্পনাতেও ভাবেননি ক্যারিবিয় ব্যাটসম্যান সুনীল আমব্রিস। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম বলেই হিট উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে।

     

     

     

    ৮০ রানে ৪ উইকেট হারিয়ে তখন খানিকটা বিপদে দল। শাই হোপ নেইল ওয়াগনারের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন আমব্রিসকে। প্রথম বলটা ফাইন লেগের দিকে আলতো করে পাঠিয়ে দিয়ে দৌড়াতে লাগলেন। ক্যারিয়ারের প্রথম রান নেওয়ার 'খুশির ঝলক' ফুটে উঠছিল তাঁর চোখে। কিন্তু অবাক হয়ে দেখলেন, নিউজিল্যান্ডের সবাই উল্লাস করছেন। পেছনে ফিরে দেখেন, তাঁর পায়ে লেগে পড়ে গেছে বেল!

     

    ক্রিকেট ইতিহাসে অভিষেকেই ‘গোল্ডেন ডাক’ মেরেছেন ৬৩ জন। তাঁদের মাঝে ২৫ জন ক্যাচ দিয়েছেন, ১৯ জন বোল্ড হয়েছেন, ১৬ জন এলবিডব্লিউ, একজন রান আউট, একজন স্ট্যাম্পিং হয়েছেন। আমব্রিসই একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকের প্রথম বলে হিট উইকেট হয়ে ফিরলেন।

     

    আমব্রিসসহ টেস্টে হিট উইকেটে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন ৬ জন। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ, ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বিজয় মঞ্জরেকর, ১৯৬৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টর, ১৯৭৫ সালে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ভ্যানবার্ন হোল্ডার, ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেক মারিও প্রথম বলেই হিট উইকেট হয়েছিলেন।