• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    ব্লান্ডেলের রেকর্ডের দিনে ব্রাথওয়েটের প্রতিরোধ

    ব্লান্ডেলের রেকর্ডের দিনে ব্রাথওয়েটের প্রতিরোধ    

     

    সংক্ষিপ্ত স্কোর-

    তৃতীয় দিনশেষে

    ওয়েস্ট ইন্ডিজ ১৩৪, ২১৪/২ ( ব্রাথওয়েট ৭৯*, হেটমেয়ার ৬৬)

    নিউজিল্যান্ড ৫২০/৯ ডিক্লে ( টম ব্লান্ডেল ১০৭*, রোচ ৩/৮৫)

     

    প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গিয়েছিল দল। দ্বিতীয় ইনিংসে ৩৮৬ রানের লিডের বোঝা মাথায় নিয়ে যখন ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ, ইনিংস পরাজয় এড়ানোটাই তখন প্রধান লক্ষ্য ছিল। দিনশেষে লিডের বোঝা কমিয়ে এনে কিছুটা স্বস্তিতেই আছে তাঁরা। ওয়েলিংটনে নিউজিল্যান্ড উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলের রেকর্ডের দিনে ক্রেইগ ব্রাথওয়েট ও শিমরন হেটমেয়ারের প্রতিরোধে বুক চিতিয়েই লড়ছে ক্যারিবিয়রা।

     

     

     

    গতদিন ৫৭ রানে অপরাজিত থাকা ব্লান্ডেল শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বল্টকে নিয়ে তৃতীয় দিনের সকালটা ভালোই লড়েছেন। কিমার রোচ, মিগুয়েল কামিন্সদের দারুণভাবে সামলে শেষ জুটিতে কিউইরা তোলে ৭৮ রান। ব্লান্ডেল কিছুটা মারমুখী হলেও বোল্ট ছিলেন খুবই সাবধানী।

     

    ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। একই সাথে ইতিহাসের পাতায়ও নাম লিখিয়েছেন। প্রথম নিউজিল্যান্ড উইকেটরক্ষক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেন ব্লান্ডেল। ১১ তম কিউই ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। ৯ উইকেটে ৫২০ রান তোলার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

     

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ওঠে ৭২ রান। নিউজিল্যান্ডের হয়ে প্রথম আঘাত আনেন ম্যাট হেনরি। ৪০ রানে নিজেই ক্যাচ ধরে ফেরান কাইরেন পাওয়েলকে। অবশ্য আরও আগেই ফিরতে পারতেন পাওয়েল, বোল্টের বলে এলবিডব্লিউয়ের আবেদন করলেও রিভিউ নেয়নি নিউজিল্যান্ড, রিপ্লেতে দেখা যায় আউটই ছিলেন পাওয়েল।

     

     

     

    পাওয়েল ফিরলে হেটমেয়াকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ব্রাথওয়েট। শম্বুক গতিতে ব্যাটিং করে তুলে নেন ফিফটি। হেটমেয়ার অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংই করেছেন। ৮ চার ও ২ ছক্কায় ৮৯ বলে করেন ৬৬ রান। দুজনের ৯৪ রানের জুটি ভাঙ্গেন সেই হেনরিই। জিত রাভালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেটমেয়ার।

     

    দিনের বাকি সময়টা কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন ব্রাথওয়েট ও শাই হোপ। দিনশেষে লিড নেমে এসেছে ১৭২ রানে।