• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ব্র্যাডম্যানকে ছুঁতে পারবেন স্মিথ?

    ব্র্যাডম্যানকে ছুঁতে পারবেন স্মিথ?    

     

    ‘সামনে থেকে নেতৃত্ব’ দেওয়া বলতে যা বুঝায়, স্টিভেন স্মিথ এই অ্যাশেজে আক্ষরিক অর্থেই সেটা করেছেন। ব্রিসবেনের সেই সেঞ্চুরির পর পার্থের ডাবল সেঞ্চুরি, স্মিথের ব্যাটে ভর করে অ্যাশেজ পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত প্রথম তিন টেস্টের পর একটি মাইলফলকও ছোঁয়া হয়ে গেছে তাঁর। টেস্টে রেকর্ড ৯৪৫ রেটিং পয়েন্ট নিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। আর ১৬ পয়েন্ট পেলেই ছুঁয়ে ফেলবেন ব্র্যাডম্যানকে , ১৭ হলে গড়বেন নতুন রেকর্ড।

    ব্রিসবেনের ১৪৩ রানের পর রেটিং দাঁড়িয়েছিল ৯৪১। অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে ৪৬ রান করায় রেটিং কমে এসেছিল ৯৩৮ এ। পার্থের ২৩৯ রানের ইনিংসের পর স্মিথের রেটিং আবারও বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫ এ। গত দেড় মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা স্মিথ ৯৩৯ পয়েন্ট ছুঁয়েছিলেন বছরের শুরুতেই। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজেই সেঞ্চুরি আসেনি। অ্যাশেজে আবারও স্বরূপে ফিরেছেন স্মিথ।

     ৯৬১ রেটিং নিয়ে সবার ওপরে আছেন ব্র্যাডম্যান। ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি এই রেটিং পান অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ৯৫০ রেটিং ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফর্মের তুঙ্গে থাকা ব্র্যাডম্যান প্রতিপক্ষ হিসেবে পান ভারতকে। প্রথম টেস্টে ১৮৫, তৃতীয় টেস্টে ১৩২ ও ১২৭, চতুর্থ টেস্টে ২০১ করে নিজের রেটিংকে নিয়ে যান অন্য উচ্চতায়। সিরিজ যেদিন শেষ হয়, সেদিন তাঁর রেটিং হয়েছিল ৯৬১, যা আজও কেউ ছুঁতে পারেননি।

     স্মিথের সমান ৯৪৫ রেটিং নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্যার লেন হাটন। ১৯৫৪ সালের ৩ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলার সময় এই পয়েন্ট স্পর্শ করেন তিনি। চতুর্থ স্থানে আছেন আরেক ইংলিশ ক্রিকেটার স্যার জ্যাক হবস। ১৯১২ সালের ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ চলার সময় তাঁর রেটিং দাঁড়ায় ৯৪২। ২০০৬ সালের ৫ ডিসেম্বর অ্যাশেজের সময় তাঁর রেটিং স্পর্শ করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।

    ১৯৫৬ সালের ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই ৯৪১ রেটিং পয়েন্ট পূর্ণ করেন ইংল্যান্ডের পিটার মে। ১৯৫৫ সালের ১৫ জুন ইংল্যান্ডের সঙ্গে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইড ওয়ালকট পান ৯৩৮ রেটিং পয়েন্ট। ১৯৮১ সালের ৩১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ালকটের সঙ্গী হন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে তাঁরই স্বদেশী স্যার গ্যারি সোবার্স ও ২০০৭ সালের ৫ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ৯৩৮ রেটিং পান শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।