• দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সিরিজ
  • " />

     

    দুই দিনে শেষ হওয়া টেস্টে যত 'রেকর্ড'

    দুই দিনে শেষ হওয়া টেস্টে যত 'রেকর্ড'    

    ‘ঐতিহাসিক টেস্ট’। গত কয়েক সপ্তাহজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ম্যাচটিতে রোমাঞ্চের অপেক্ষায় ছিলেন সবাই। বক্সিং ডেতে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের চারদিনের দিবারাত্রির টেস্ট আক্ষরিক অর্থেই ‘ইতিহাস’ গড়ল। মাত্র দেড় দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে এবি ডি ভিলিয়ার্সের দল। গত ৫০ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে মাত্র পাঁচবারের মতো টেস্ট শেষ হয়ে গেল দুই দিনেই।

     

     

    ৪৯৮

    প্রথম ইনিংসে মরনে মরকেল, দ্বিতীয় ইনিংসে কেশভ মহারাজ; দুজনের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে করেছে ১৮৯ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংসসহ টেস্টে মোট রান উঠেছে ৪৯৮। গত ৫০ বছরে এটা এক টেস্ট সবচেয়ে কম রানের দিক দিয়ে ৬ষ্ঠ। ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে মোট রান উঠেছিল ৪২২।

     

    ৪৩৬

    দুই ইনিংসে জিম্বাবুয়েকে অলআউট করতে দক্ষিণ আফ্রিকার লেগেছে ৪৩৬ বল। এর চেয়ে কম বলে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড আছে ৪ বার। সবচেয়ে কম বলে এটি করেছিল ইংল্যান্ড, ২০০০ সালে লর্ডসে এই জিম্বাবুয়েকেই ৪১৩ বলের মাঝে দুবার অলআউট করেছিল। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সবচেয়ে কম বলে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার রেকর্ড ছিল ৪৪০ বলে, ১৯৯৬ সালে ডারবানে ভারতের বিপক্ষে।

     

    ৯০৭

    পোর্ট এলিজাবেথে দেড় দিনে খেলা হয়েছে ৯০৭ বল। গত ৫০ বছরে এর চেয়ে কম বলে টেস্ট ম্যাচে ফলাফল এসেছে মাত্র দুইবার। ১৯৯৯ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ শেষ হয়েছিল ৮৮৩ বলে। ২০০২ সালে শারজাহতে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে সব মিলিয়ে বল হয়েছে ৮৯৩টি। ১৯৯৯ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফিকা-ইংল্যান্ড ম্যাচে মোট বল হয়েছিল ৮৮৩, তবে হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ পাতানোর কেলেঙ্কারির কারণে সেটাকে এই তালিকায় রাখা হয়নি। ১৮৮৯ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে ফলাফল এসেছিল ৭৯৬ বলেই।

     

     

    দুই দিনে শেষ হওয়া টেস্টের সংখ্যাটাও হাতে গোনা। গত পাঁচ দশকে মাত্র পাঁচবারই হয়েছে এরকমটা। ২০০৫ সালে দুইবার দুই দিনেই টেস্ট হেরেছিল জিম্বাবুয়ে। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও হারারেতে নিউজিল্যান্ডের কাছে দুইদিনের মাঝে হেরেছিল তাঁরা। ২০০২ সালে শারজাহতে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দেড় দিনেই হারতে হয়েছিল পাকিস্তানকে। ২০০০ সালে লিডসে ওয়েস্ট ইন্ডিজকে দুই দিনে হারিয়েছিল ইংল্যান্ড। ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে দুই দিনে শেষ হওয়া টেস্টের সংখ্যা ২০।

     

    ৩০৯ 

    এদিকে প্রথম ইনিংসে এত কম রান করে কখনোই টেস্ট জেতেনি দক্ষিণ আফ্রিকা। হোবার্টে গতবছর প্রথম ইনিংসে ৩২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল তাঁরা। এবার ৩০৯ রান করেই হেসে খেলে জিম্বাবুয়েকে হারিয়ে দিল মরকেলরা।