নিউজিল্যান্ডের কোচ হতে চান ফ্লেমিং

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় ১০ বছর হলো। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এই সময়টায় যুক্ত ছিলেন কোচিংয়ের সাথেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে এবার কিউইদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফ্লেমিং।
নিউজিল্যান্ডের বর্তমান কোচ মাইক হেসনের কাজের বোঝা কমানোর জন্য টি-টোয়েন্টির ফরম্যাটের দায়িত্ব নিতে চান ফ্লেমিং, ‘নিউজিল্যান্ডের প্রতি ভালোবাসা থেকেই আসলে কোচ হওয়ার ইচ্ছাটা জেগেছে। দলের বর্তমান ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তার সাথে এসব নিয়ে প্রায়ই কথা হয়। নিউজিল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে সাম্প্রতিক সময়ে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার কয়েকটি দলেও অনেক নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিল। তাঁদের সাথে কাজ করেও আনন্দ পেয়েছি। টি-টোয়েন্টি নিয়ে যেন কোচকে বেশি না ভাবতে হয় এজন্য আমি ওই ফরম্যাটেই দায়িত্ব নিতে চাই।’
প্রায় ছয় বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্বে ছিলেন ফ্লেমিং। চেন্নাই নিষিদ্ধ হওয়ার পর রাইজিং পুনে সুপারজায়ান্টসের কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএলে চেন্নাই ফেরার পর এবার চেন্নাইয়ের সাথেই থাকছেন। এর আগে কাজ করেছেন বিগ ব্যাসের মেলবোর্ন স্টার্সের সাথেও।