• নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    ব্যস্ত সূচির কারণেই টেস্ট ছাড়বেন ক্রিকেটাররা?

    ব্যস্ত সূচির কারণেই টেস্ট ছাড়বেন ক্রিকেটাররা?    

    একটা সিরিজ শেষ হতে না হতেই এসে যায় নতুন সিরিজ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ক্রিকেটারদের যেন দম ফেলবার সুযোগ নেই। অনেকই তাই বিশ্রাম চাইছেন মাঝে সাজেই। ইংল্যান্ড কোচ ট্রেভর বেয়লিস আশংকা করছেন, ব্যস্ত ক্রিকেটসূচির কারণে অনেকেই টেস্ট খেলা থেকে মুখ ফিরিয়ে নেবেন।

     

     

    গত মাসেই নিজেদের কাউন্টি দলের হয়ে শুধু ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও স্পিনার আদিল রশিদ। আইসিসির বর্তমান সূচি অনেক ক্রিকেটারকেই টেস্ট থেকে দূরে সরিয়ে দেবে বলে মানছেন বেয়লিস, ‘সবাই এখন এই সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছে, যারা তিন ফরম্যাটেই খেলার জন্য ফিট আছেন তাঁরাও। যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে, সব ম্যাচে মাঠে নামা অনেকটাই অসম্ভব। এর সাথে যদি কাউন্টি ক্রিকেট যুক্ত হয়, সেটা আরও কঠিন হয়ে যায়।’   

    আইসিসিকে টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি নিয়ে নতুন করে ভাবতে বলছেন বেয়লিস, ‘পুরো ব্যাপারটাই ক্রিকেট সূচির ওপর নির্ভর করছে। আগেও বলেছি টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে। হয় আপনাকে এসব কমিয়ে আনতে হবে, নাহলে যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলোকে মেনে নিতে হবে।’