• নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    নয় মাসের জন্য মাঠের বাইরে স্যান্টনার

    নয় মাসের জন্য মাঠের বাইরে স্যান্টনার    

    ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতি ম্যাচেই ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছেন দলের প্রয়োজনে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ হারলেও মিচেল স্যান্টনারের পারফরম্যান্স ছিল ঈর্ষনীয়। তবে সিরিজ শেষ হতে না হতেই শুনতে হলো বড় দুঃসংবাদ। হাঁটুর ইনজুরির কারণে প্রায় ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্যান্টনারকে।

     

     

    হাঁটুর ব্যথাটা ভোগাচ্ছিল বহুদিন ধরেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষের দিকে সেটা প্রকট আকার ধারণ করে। টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নেওয়াও শুরু করেছিলেন, তবে শেষরক্ষা হয়নি। পরীক্ষার পর তাকে বেশ কয়েক মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, হতে পারে অস্ত্রোপচারও।

    স্যান্টনারের এরকম ইনজুরিতে পুরো নিউজিল্যান্ড দলই কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন কোচ মাইক হেসন, ‘সবাই মিচেলের কষ্টে দুঃখী। সে খুবই প্রাণবন্ত একজন মানুষ, ড্রেসিংরুম মাতিয়ে রাখে। তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। আসন্ন সব সিরিজেই তাকে মিস করব। আশা করি যত দ্রুত সম্ভব সে সুস্থ হয়ে ফিরবে। আগামী বছরেই বিশ্বকাপ, তাকে ওই সিরিজে আমাদের প্রয়োজন।’

    ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারছেন না, মিস করবেন নিউজিল্যান্ডের প্রথম দিবা-রাত্রির টেস্টও। চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে স্যান্টনারের খেলার কথা থাকলেও সেটা হচ্ছে না। কাউন্টি দল ডার্বিশায়ারের হয়েও মাঠে নামতে পারবেন না এই মৌসুমে।