ঘরের মাঠে আর খেলতে পারবে না চেন্নাই
দুই মৌসুম নিষেধাজ্ঞার পর ফিরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই সুপার কিংস আইপিএলে ফিরলেও পুরো মৌসুমে আর নিজেদের মাঠে খেলতে পারবে না। রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে নিরাপত্তার খাতিরে চেন্নাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পুনেতে।
চেন্নাইয়ের গত ম্যাচে কিছু ঘটনা ছড়িয়েছিল বাড়তি উত্তেজনা। খেলা চলার এক পর্যায়ে ডু প্লেসিদের দিকে জুতা ছুড়ে মেরেছিল কিছু দর্শক। সেই ঘটনার পর স্টেডিয়াম ও চেন্নাইয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন সবাই।
আইপিএল চেয়ারম্যান রাজীব শুকলা জানিয়েছেন, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত, ‘চেন্নাইয়ের পরবর্তী হোম ম্যাচগুলো পুনেতে অনুষ্ঠিত হবে। পুলিশ আমাদের জানিয়েছে, তারা উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা দিতে পারেনি।’