• পাকিস্তান সুপার লিগ ২০১৮
  • " />

     

    পাকিস্তানের তৃতীয় 'বাড়ি' হবে মালয়েশিয়া?

    পাকিস্তানের তৃতীয় 'বাড়ি' হবে মালয়েশিয়া?    

    সেই ২০০৯ সাল থেকে পাকিস্তান ক্রিকেট দল যেন ‘যাযাবর’। হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতকেই ব্যবহার করছেন সরফরাজরা আহমেদরা। পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনার কম চেষ্টা করছে না পিসিবি। টবে এর মাঝেই এবার জানা গেলো, দুবাইয়ের পর পাকিস্তানের তৃতীয় হোম গ্রাউন্ড হতে পারে মালয়েশিয়া।

    এই বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, মালয়েশিয়াতে হতে পারে পিএসএলের ম্যাচও। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিন্দা ভালিপুরাম জানিয়েছেন, দেশটির সফরে গিয়ে পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি নাকি তেমনটাই আভাস দিয়েছেন,‘আমরা নিজেদের মাটিতে বড় সিরিজ আয়োজন করতে চাই। মালয়েশিয়া পাকিস্তানের জন্য আদর্শ হোম গ্রাউন্ড হতে পারে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশের খেলা আয়োজন করা আমাদের জন্য বড় ব্যাপার।’

    শুধু অবকাঠামোগত দিক দিয়ে নয়, উপমহাদেশের সাথে সময়ের পার্থক্য কম থাকাতেও এই ভেন্যু পাকিস্তানের জন্য ভালো হবে বলে মানছেন ভালিপুরাম, ‘মালয়েশিয়া সব আধুনিক সুবিধাই আছে। হোটেল, স্টেডিয়াম যেটাই বলেন না কেনও। এছাড়া উপমহাদেশের সাথে সময়ের ব্যবধান খুবই কম। অস্ট্রেলিয়ার সাথেও ২-৩ ঘণ্টা পার্থক্য। আমাদের কিনরারা স্টেডিয়ামে ফ্লাডলাইটও আছে, দিবা রাত্রির টেস্ট আয়োজন করাও আমাদের পক্ষে সম্ভব।’