• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    উচ্চতাই পার্থক্য গড়ে দেবে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে?

    উচ্চতাই পার্থক্য গড়ে দেবে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে?    

    অভিজ্ঞতা কিংবা শক্তিমত্তা, দুই দলের পার্থক্যটা আকাশ পাতাল। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের বিপক্ষে খেলবে, তখন এগিয়ে থাকবেন লিওনেল মেসিরাই। তবে এতকিছুর পরেও আইসল্যান্ডের ফুটবলারদের উচ্চতা নিয়ে খানিকটা দুশ্চিন্তার ভাঁজ পড়তেই পারে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কপালে।

     

     

    বিশ্বকাপের ৩২ টি দলের মাঝে তাদের ফুটবলারদের গড় উচ্চতাই সবচেয়ে বেশি। ১.৮৫ মিটার(৬ ফুটের একটু বেশি) গড় উচ্চতা নিয়ে সবচেয়ে লম্বা ফুটবলারদের দল আইসল্যান্ড। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলারদের গড় উচ্চতা তাদের চেয়ে প্রায় ৩ ইঞ্চি কম। ১.৭৯( ৫ ফুট ১০ ইঞ্চির একটু উপরে) মিটার গড় উচ্চতা নিয়ে বিশ্বকাপের সবচেয়ে খাটো ফুটবলারদের দলের অন্যতম আর্জেন্টিনা।

    আইসল্যান্ডের বিপক্ষে উচ্চতার ব্যাপারটা বেশ ভালোই ভাবাচ্ছে সাম্পাওলিকে। মেসি, আগুয়েরোরা যেন বেশি উচ্চতার ডিফেন্ডারদের কাটিয়ে আক্রমণে যেতে পারে, সেটা নিয়ে অনুশীলনেও কাজ করেছেন তিনি।

    আর্জেন্টাইন গোলরক্ষক উইলি ক্যাবেয়ারোও মানছেন, আইসল্যান্ডের রক্ষণভাগের উচ্চতার জন্য কিছুটা সমস্যা হতে পারে ফরোয়ার্ডদের, ‘ম্যাচটা কঠিন হবে। তাদের জমাট রক্ষণভাগ, উচ্চতাও একটা ব্যাপার। মাঝে দিয়ে আক্রমণ করা কঠিন হয়ে যাবে। উইং দিয়েই আক্রমণ সাজাতে হবে আমাদের।’

    সূত্র-ইএসপিএন