• কিক অফের আগে
  • " />

     

    কিক অফের আগে: স্পেন-পর্তুগালের এগিয়ে যাওয়ার রাত?

    কিক অফের আগে: স্পেন-পর্তুগালের এগিয়ে যাওয়ার রাত?    

    আজও রোনালদো ম্যাজিক দেখবে লুঝনিকি?

    পর্তুগাল বনাম মরক্কো, গ্রুপ বি, লুঝনিকি, সন্ধ্যা ৬টা

    প্রথম ম্যাচটা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোময়। স্পেনের বিপক্ষে পিছিয়ে পরেও তার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ড্র করেছিল পর্তুগাল। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে ইরানের কাছে হারা মরক্কো। আজ জিতলে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে রোনালদোর দল। এই স্টেডিয়ামেই ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন সিআর সেভেন। সুখস্মৃতিতে ভরপুর এই স্টেডিয়ামে আবারও হাসতে চাইবেন নিশ্চিতভাবেই।

    রোনালদোকে আটকানোই মরক্কোর প্রধান লক্ষ্য

    দুই বছর আগেই ইউরোপ সেরার ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন রোনালদো। এবার বিশ্বকাপে যদি সেরকম কিছু করতে হয়, তাহলে নিজেরদের পারফরম্যান্সকে আরও উপরে নিয়ে যেতে হবে বলেই মানছেন কোচ ফার্নান্দো সান্তোস, ‘ইউরোতে যেভাবে খেলেছে পর্তুগাল, বিশ্বকাপে সেটা একদমই যথেষ্ট নয়। এই মঞ্চে আরও অনেক বেশি ভালো পারফর্ম করতে হবে। মরক্কো ভালো দল, আফ্রিকার অন্যতম সেরা দলও বলা যায়। মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা বিশ্বাস করি এই ম্যাচে জয় নিয়েই ফিরব।’



     

    মরক্কোর কোচ হারভি রেনার্ডের চিন্তায় শুধুই রোনালদো, ‘রোনালদোকে আটকাতে আমাদের সবকিছু করতে হবে। তিনি যেন আগের ম্যাচের মতো জ্বলে উঠতে না পারেন, সেজন্য আমাদের রক্ষণভাগকে অসাধারণ খেলতে হবে। আগের ম্যাচে অনেক ভুল করেছি। এবার সেটা করা যাবে না।’

    দলের খবর

    দুই দলেই নেই কোনো ইনজুরি শঙ্কা। তবে আগের ম্যাচের একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন দুই কোচই।

    সম্ভাব্য একাদশ

    পর্তুগাল- প্যাট্রিসিও, সেড্রিক, পেপে, ফন্ট, গুরেরো, কারভালহো, বের্নার্দো, মুতিনিয়ো, মারিও, গুইদেস, রোনালদো

    মরক্কো- মুনির, হাকিমি, বেনাতিয়া, সাইস, বেনুন, এল আহমাদি, জিয়েচ, বুসাফা, বেলহান্দা, আম্রাবাত, হারিত।   

    সংখ্যায় সংখ্যায়

    ১৯৮৬ বিশ্বকাপে শেষবার দেখা হয়েছিল পর্তুগাল-মরক্কোর। সেবার পর্তুগালকে ৩-১ গোলে হারিয়েছিল মরক্কো।

     

    শেষ ১৬ নিশ্চিত করবে উরুগুয়ে?

    উরুগুয়ে বনাম সৌদি আরব, গ্রুপ এ, রস্তভ অ্যারেনা, রাত ৯টা

    প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে মিশরকে হারিয়েছিল তারা। গ্রুপ থেকে প্রথম দল হিসেবে রাশিয়া পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত করায় রাস্তা আরও সহজ হয়ে গেছে উরুগুয়ের। আজ সৌদি আরবের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে শেষ ১৬। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারা সৌদিকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার ব্যাপার তাই স্বপ্ন দেখতেই পারেন সুয়ারেজ-কাভানিরা।

    সৌদিকে হালকাভাবে নিচ্ছে না উরুগুয়ে

    রাশিয়ার বিপক্ষে তাদের ছন্নছাড়া রক্ষণভাগ দেখেছে ফুটবল বিশ্ব। উরুগুয়ের ফরোয়ার্ডদের সামনে যে সেটা আরও অসহায় হয়ে পড়বে, সে নিয়ে অনেকটাই নিশ্চিত ফুটবল বোদ্ধারা। তবে সৌদিকে হালকাভাবে না নেয়ার কথাই বললেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কাউকে হালকাভাবে নেওয়া কোনো সুযোগই নেই। আমরা মাঠে সবটুকু দিয়ে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। কাউকে কোনো ছাড় দেয়া হবে না।’

    দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে সৌদিকে। জয় ছাড়া তাই কিছুই ভাবছেন না কোচ হুয়ান আন্তনিও পিজ্জি, ‘রাশিয়ার বিপক্ষে আমরা নিজের প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি। উরুগুয়ের বিপক্ষে হারলেই আর আশা থাকবে না। তাই এই ম্যাচটা থেকে কোনো ফল বের করতেই হবে। নিজেদের সেরাটা দেবে ফুটবলাররা, এরপর দেখা যাক কী হয়।’

    দলের খবর

    উরুগুয়ে একাদশে দেখা যেতে পারে কার্লোস সানচেজ ও ক্রিশ্চিয়ান রড্রিগেজকে। রাশিয়ার সাথে ৫ গোল হজম করা সৌদি একাদশ থাকতে পারে অপরিবর্তিত।

    সম্ভাব্য একাদশ

    উরুগুয়ে-  মুসলেরা, ভারেলা, গোডিন, হিমেনেজ, ক্যাসেরেস,সানচেজ, বেন্টাঙ্কুর, ভেচিনো,রড্রিগেজ, সুয়ারেজ, কাভানি

    সৌদি আরব- আল-মায়ুফ, আল-বুরাক, ওসামা, ওমর, শাহরানী,আতিফ, ফরজ, দাওসারি, জাসাম, শেহরি, মুওয়াল্লাদ।

    সংখ্যায় সংখ্যায়

    ২০১৪ সালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে অবশ্য উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছিল সৌদি আরব।

     

    স্পেনের জয়ে ফেরা নাকি ইরানের শেষ ষোলর পথে এগিয়ে যাওয়া?

    ইরান বনাম স্পেন, গ্রুপ বি, কাজান, রাত ১২টা

    বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে পর্তুগালের কাছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ জিতে এই মুহূর্তে বি গ্রুপের শীর্ষে আছে ইরানই। স্পেনের বিপক্ষে জয় ইরানের দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করে দিতে পারে। স্পেনও চাইবে প্রথম আমচে এগিয়ে গিয়েও ড্র করার হতাশা ভুলে জয়ের ধারায় ফিরতে।

    ডি গিয়ার ওপর ভরসা রাখতে চায় স্পেন

    মৌসুমজুড়েই দুর্দান্ত পারফরম করা ডেভিড ডি গিয়া পর্তুগালের বিপক্ষে করেছেন অপ্রত্যাশিত এক ভুল। তবে সেই ভুলকে পেছনে ফেলে আবারও স্পেনের গোলপোস্ট আগলে রাখবেন তিনি, বিশ্বাস কোচ ফার্নান্দো হিয়েরোর, ‘তার ওপর আমাদের ভরসা রাখতে হবে। একটা ম্যাচে এরকম ভুল হতেই পারে। সে অবশ্যই প্রথম একাদশে খেলবে। প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছি। এবার পূর্ণ তিন পয়েন্ট পেতে চায় দলের সবাই।’

    জিতলেই শেষ ১৬ তে এক পা দিয়ে রাখবে দল। স্পেনের বিপক্ষে তাই সর্বস্ব উজাড় করে খেলতে চায় ইরান, জানালেন কোচ কার্লোস কুইরোজ, ‘প্রথম ম্যাচে জয়ের পর সবাই ফুরফুরে মেজাজে আছে। স্পেনের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন হবে সেটা সবাই জানে। তবে আমরা কাউকে ছেড়ে কথা বলব না। জয়ের জন্যই নামবে আমার দল।’

    দলের খবর

    ইনজুরি নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না দুই দলকে। ইরান দলে নেই কোনও পরিবর্তনের সম্ভাবনা। তবে ইনজুরি কাটিয়ে ফেরায় স্পেন একাদশে ফিরতে পারেন দানি কারভাহাল, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আগের ম্যাচে গোল পাওয়া নাচো।

    সম্ভাব্য একাদশ

    স্পেন- ডি গিয়া,কারভাহাল, পিকে, রামোস, আলবা, বুস্কেটস, ইনিয়েস্তা, থিয়াগো, সিলভা, কস্তা, ইস্কো।

    ইরান- বিরানভান্ড, মোহাম্মদী, চেশমি, খানজাদেহ, রেজাই, সোজাই, হাসাফ, তারেমি, আনসারিফার্দ, জাহানবাখস, আজমুন।

    সংখ্যায় সংখ্যায়

    নিজেদের শেষ ৬ ম্যাচে ইরান জিতেছে ৪টিতে, স্পেনের জয় মাত্র ২টি। আজকের ম্যাচেই প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।