কিক অফের আগে: আর্জেন্টিনার অগ্নিপরীক্ষার রাত
আর্জেন্টিনার অগ্নিপরীক্ষার রাত
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, গ্রুপ ডি, নিজনি নভগোর্ড, রাত ১২টা
প্রথম ম্যাচে পেনাল্টি মিসের পর তিনি নিজেই নিয়েছিলেন ড্রয়ের দায়ভার। আইসল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত সেই ফলাফলে লিওনেল মেসির আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়েই জেগেছে শঙ্কা। অন্যদিকে নাইজেরিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা ক্রোয়েশিয়ার সামনে হাতছানি শেষ ১৬ নিশ্চিত করা। পরের রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আর্জেন্টিনার সামনের জয়ের বিকল্প নেই। আজ তাই মেসি,আগুয়েরোদের ‘অগ্নিপরীক্ষার রাত’।
মেসির ওপর ‘দায়ভার’ চাপাতে চান না সাম্পাওলি
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মেসির চেহারার অভিব্যক্তিই বলে দিচ্ছিল সব। আজও যদি ফলাফল আর্জেন্টিনার পক্ষে না যায়, দোষটা আবারও হয়ত তার কাঁধেই চাপবে। তবে কোচ হোর্হে সাম্পাওলি সব দোষ মেসির ওপর চাপাতে চান না, ‘আমরা হারলেই দোষারোপ করা হয় তাকে। এটা কেনও হবে? সবাই এই সহজ কাজটা করে দায় এড়াতে চায়। খেলাটা দলীয়, দায়টাও সবার সমান। আমরা আইসল্যান্ডের সাথে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, কিন্তু সেটা একটা মাত্র ম্যাচ ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবাই একটা দল হয়েই ভালো খেলতে হবে।’
জিতলেই শেষ ১৬ নিশ্চিত। ক্রোয়েশিয়া কোচ ডালিচ তাই নির্ভার হয়েই অপেক্ষা করছেন ম্যাচের জন্য, ‘এই ম্যাচটাই হয়ত আমাদের জন্য সবচেয়ে সহজ! বড় দলের মুখোমুখি হওয়ার আগেই আমাদের হাতে ৩ পয়েন্ট আছে। তাই সবাইকে বলবো ম্যাচটা উপভোগ করতে। আমাদের হারানোর কিছুই নেই।’
দলের খবর
দায়িত্ব নেওয়ার পর কখনোই পরপর দুই ম্যাচে একই একাদশ খেলাননি সাম্পাওলি। আজও আর্জেন্টিনা একাদশে আসতে পারে কিছু পরিবর্তন, খেলতে পারেন ক্রিশ্চিয়ান পাভন। ইনজুরি সমস্যা ভোগা ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না নিকোলা কালিনিচ, দেশে ফিরে গেছেন তিনি।
সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা- কাবায়েরো, সালভিও, ওটামেন্ডি, রোহো, তালিয়াফিকো, মাসচেরানো, বিলিয়া,পাভন, মেসি, মেজা, আগুয়েরো।
ক্রোয়েশিয়া- সুবাসিচ, চোরলুকা, লভ্রেন, ভিদা, স্ট্রিনিচ, রাকিটিচ, কোভাচিচ, পেরিসিচ, মদ্রিচ, ক্রামারিচ, মানজুকিচ।
সংখ্যায় সংখ্যায়
দুই দলের আগের ৫ দেখায় দুইবার জিতেছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়ার জয় একটিতে। বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশের বিপক্ষে ক্রোয়েশিয়ার রেকর্ড একদমই ভালো নয়, ৪ ম্যাচে সবকয়টিতেই হেরেছে তারা। ক্রোয়েশিয়ার দুশ্চিন্তার কারণ হতে পারেন সেই মেসি, ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলে গোল করেছেন ২ টি।
ফ্রান্সের লক্ষ্য শেষ ১৬ নিশ্চিত করা
ফ্রান্স বনাম পেরু, গ্রুপ সি, ইয়েকাতেরিনবুরগ, রাত ৯টা
প্রথম ম্যাচে ভিএআরের কল্যাণে জয় পেয়েছিল দিদিয়ের দেশমের দল। আজ পেরুর বিপক্ষে জিতলেই শেষ ১৬ নিশ্চিত করবে ফ্রান্স। ফ্রান্সের লক্ষ্য যখন দ্বিতীয় রাউন্ডে ওঠা, প্রথম ম্যাচে হেরে যাওয়া লাতিন আমেরিকার দেশ পেরু তখন বিশ্বকাপে টিকে থাকতেই লড়বে।
প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলতে চায় ফ্রান্স
প্রথম ম্যাচে জিতলেও খুব একটা দাপট দেখাতে পারেনি ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। নিজেদের কমতিগুলো এই ম্যাচে কাটিয়ে উঠতে চান কোচ দেশম, ‘ওই ম্যাচে আমাদের বেশ কিছু ঘাটতি ছিল। সামনে টুর্নামেন্ট অনেক কঠিন হবে। এটা আমি আগেই বলেছি। সব ঘাটতি কাটিয়ে উঠতে হবে গ্রুপ পর্বেই ম্যাচেই। আগের ম্যাচের চেয়ে আমরা ভালো খেলব পেরুর বিপক্ষে, এটাই সবার লক্ষ্য।’
এদিকে পেরু কোচ রিকার্ডো গারেসা বলছেন, এই ম্যাচে ফ্রান্সই ফেভারিট, ‘আসলে দুই দলের পার্থক্যটা অনেক। তবে আমরাও পরিশ্রম করছি। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আত্মবিশ্বাস, আমরা জানি আমাদের ক্ষমতা কতটুক। ফ্রান্সকে আমরা সহজে জিততে দেবো না।’
দলের খবর
ফ্রান্সের প্রথম একাদশে থাকতে পারেন অলিভিয়ার জিরু। পেরু একাদশে ফিরবেন ডেনমার্কের বিপক্ষে বদলি হিসেবে নামা অধিনায়ক পাওলো গেরেরো।
সম্ভাব্য একাদশ
ফ্রান্স-লরিস,পাভার্দ, ভারান, রামি, মেন্ডি, মাতুইদি, জিরু, ডেম্বেলে, পগবা, গ্রিযমান, এমবাপ্পে
পেরু- গালিস, আদভিঙ্কুলা, রড্রিগেজ, রামোস, ট্রাকো, তাপিয়া, ইয়োতুন, ফারফান, কুয়েভা, ফ্লোরেস, গেরেরো
সংখ্যায় সংখ্যায়
দুই দলের দেখা হয়েছিল একবারই। ১৯৮২ সালের প্রীতি ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল পেরু। শেষবার ১৯৭৮ সালের বিশ্বকাপে লাতিন আমেরিকার দলের কাছে হেরেছিল ফ্রান্স।
স্বপ্নের দ্বিতীয় রাউন্ডের দ্বারপ্রান্তে ডেনমার্ক
ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া, গ্রুপ সি, সামারা, সন্ধ্যা ৬টা
জিতলে অনেকটাই নিশ্চিত দ্বিতীয় রাউন্ড, ডেনমার্কের সামনে সমীকরণটা এমনই। প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ক্রিশ্চিয়ান এরিকসেনের দল। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে আছে অস্ট্রেলিয়া। আজকে হারলেই বিদায়ঘন্টা বেজে যাবে সকারুজদের।
চাপ নেবে না ডেনমার্ক
নির্ভার হয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে দল, জানালেন ডেনমার্ক কোচ আগা হাদিরার, ‘পেরুর বিপক্ষে আমরা খুব বেশি চাপে ছিলাম। ওই ম্যাচের পর আসলে আজ চাপে থাকবে না কেউ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেছি আমরা, আজকেও সেটা হবে। আশা করি জয় পাবো।’
অস্ট্রেলিয়ার কোচ ভ্যান মারউইকের কাছে আজকের ম্যাচটাই ‘ফাইনাল’, ‘আজ জিততেই হবে, কোনো বিকল্প নেই! যা করেছি আগের ম্যাচে, তার থেকে অনেক ভালো খেলতে হবে, গোল করতে হবে। তাহলেই হয়ত টিকে থাকব টুর্নামেন্টে।’
দলের খবর
প্রথম ম্যাচে আঘাত পাওয়া ডেনমার্কের ইউলিয়াম কেভিস্ট আজ খেলবেন না। অস্ট্রেলিয়ার একাদশ থাকতে পারে অপরিবর্তিত।
অস্ট্রেলিয়া- রায়ান, ডেগেনেক, মেরেডিথ, মিলিগান, জুরমান, লুয়োঙ্গো, মুই, ক্রুস, নাবু, লেকি, জুরিচ।
ডেনমার্ক- স্মাইকেল, ডালসগার্ড, কিয়ার, ক্রিস্টেনসেন, স্ট্রিগার, লারসেন, ডেলানি, পোলসেন, এরিকসেন, সিস্টো, ইয়োর্গেনসেন।
সংখ্যায় সংখ্যায়
দুই দল মুখোমুখি হয়েছে ৩ বার। ডেনমার্ক জয় পেয়েছে ২ ম্যাচে, অস্ট্রেলিয়া জিতেছে একবার।