• কিক অফের আগে
  • " />

     

    কিক অফের আগে: স্পেন-পর্তুগালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

    কিক অফের আগে: স্পেন-পর্তুগালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই    

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে রাশিয়া?

    রাশিয়া বনাম উরুগুয়ে, গ্রুপ এ, সামারা, রাত ৮টা

    সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে স্বাগতিক রাশিয়া। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও। আজ দুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। ড্র করলেই গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বিশ্বকাপে সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ে থাকা রাশিয়া, উরুগুয়েকে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে। 



     

    আত্মবিশ্বাসই শক্তি রাশিয়ার

    আত্মবিশ্বাসই রাশিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন করবে, বিশ্বাস কোচ স্তানিশ্লাভ চেরচেশভের, ‘প্রথম ম্যাচে ওরকম জয়ের পর থেকেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে আছে। আমরা নিজেদের ঘরের মাঠে খেলছি, এটাও একটা বড় বিষয়। আশা করি দর্শকের সমর্থন ও প্রার্থনাতে আমরাই গ্রুপের শীর্ষে থাকব।’

    প্রথম দুই ম্যাচ জিতলেও নিজেদের পারফরম্যান্সে আরও উন্নতি চান উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, ‘আমরা নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারিনি। এর আগেও এমন পরিস্থিতি এসেছে। আমরা রাশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’

    দলের খবর

    ইনজুরির কারণে উরুগুয়ে একাদশে থাকবেন না ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ। রাশিয়া একাদশে পরিবর্তন আশার সম্ভাবনা কম।

    সম্ভাব্য একাদশ

    রাশিয়া-আকিনফেভ, ফার্নান্দেজ, ইগ্নাশেভিচ, কুতেপভ, জিরকভ, গাজিন্সকি, জবনিন, সামেদভ, চেরিশেভ, গোলোভিন, স্মোলভ।

    উরুগুয়ে- মুসলেরা, ভারেলা, গোডিন, পেরেইরা, ক্যাসেরেস, সানচেজ, বেন্টাঙ্কুর, ভেচিনো,রড্রিগেজ, সুয়ারেজ, কাভানি

    সংখ্যায় সংখ্যায়

    উরুগুয়ের সাথে ৮ দেখায় ৬ বারই জিতেছে রাশিয়া। বিশ্বকাপের দুই দেখায় দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।

    সম্মানের লড়াইয়ে নামবে সৌদি-মিশর

    সৌদি আরব বনাম মিশর, গ্রুপ এ, ভলগোগ্রাদ, রাত ৮টা

    দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছে আগের ম্যাচে। সৌদি আরব-মিশর লড়াইটা তাই শুধুই মান রক্ষার। এই ম্যাচের পড়েই হয়ত জাতীয় দল থেকে অবসর নিতে পারেন মিশরের মোহামেদ সালাহ।


    আবারও রোনালদোর রাত?

    পর্তুগাল বনাম ইরান, গ্রুপ বি, সারানক্স, রাত ১২টা 

    প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দলের পরাজয় এড়িয়েছেন, পরের ম্যাচে গোল করে তিনিই নিশ্চিত করেছেন দলের জয়। এই বিশ্বকাপে পর্তুগালের ম্যাচ মানেই যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। ২ ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে ইরানের সাথে ড্র করলেই চলবে পর্তুগিজদের। অন্যদিকে শেষ ১৬ নিশ্চিত করতে ইরানের সামনে জয়ের বিকল্প নেই।

    শুধু রোনালদোর ওপর নির্ভর করতে চায় না পর্তুগাল

    পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলছেন, ইরানের বিপক্ষে শুধু রোনালদোর ওপর ভরসা করে পরিকল্পনা সাজাতে চান না, ‘সে অবশ্যই দুই দলের পার্থক্য গড়ে দেয়, সেটা ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই হোক না কেন। কিন্তু এটা রোনালদো বনাম ইরান ম্যাচ নয়, পর্তুগাল বনাম ইরান ম্যাচ। তাই একজনের কথা না ভেবে আমাদের পুরো দলের ব্যাপারেই ভাবতে হবে। জয় ছাড়া অন্য কিছু আসলে ভাবছি না।’

    স্পেনের বিপক্ষে ভিএআরের কারণে গোল বাতিল হয়েছিল ইরানের। সেই হতাশা ভুলে আজ ঘুরে দাঁড়াতে চান ইরান কোচ কার্লোস কুইরোজ, ‘রেফারি আগের ম্যাচে ভুল করেছে, এটা সবাই দেখেছেন। সেটা নিয়ে আসলে কথা বাড়িয়ে লাভ নেই। এই ম্যাচে আশা করি এরকম ভুল হবে না। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে আমাদের, তাই সবার খেলার ধরনটাও সেরকমই হবে।’

    দলের খবর

    আগের ম্যাচে পাওয়া ইনজুরির কারণে নাও খেলতে পারেন ইরানের এসান হাসাফি। অসুস্থ থাকায় একাদশে থাকা অনিশ্চিত পর্তুগালের হোয়াও মুতিনিওর।

    সম্ভাব্য একাদশ

    পর্তুগাল- প্যাট্রিসিও, সেড্রিক, পেপে, ফন্ট, গুরেরো, কারভালহো, বের্নার্দো, ফার্নানদেজ, মারিও, গুইদেস, রোনালদো

    ইরান- বিরানভান্ড, মোহাম্মদী, চেশমি, খানজাদেহ, রেজাই, সোজাই, হাসাফ, তারেমি, আনসারিফার্দ, জাহানবাখস, আজমুন।

    সংখ্যায় সংখ্যায়

    বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ২০০৬ সালের দেখায় ইরানকে ২-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। সেই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়েছিলেন রোনালদো। এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৪ বিশ্বকাপ ম্যাচের তিনটিতেই জিতেছে পর্তুগাল। অন্যদিকে ইউরোপের দেশের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৭ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ইরান।

     

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬তে স্পেন?

    স্পেন বনাম মরক্কো, গ্রুপ বি, কালিনিনগ্রাদ, রাত ১২টা 

    প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্পেনকে। ইরানের বিপক্ষেও খুব সহজে জয় আসেনি। বিশ্বকাপ শুরুর একদিন আগে কোচ নাটকের দুঃস্বপ্ন পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য স্পেনের। আজ মরক্কোর সাথে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তাদের, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চাই জয়। অন্যদিকে এরই মাঝে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মরক্কোর লক্ষ্য অন্তত একটা পয়েন্ট পাওয়া।

    গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী হিয়েরো

    বিশ্বকাপের একদিন আগে দায়িত্ব পাওয়া স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তার দল, ‘দলের সবাই দারুণ ফর্মে আছে। আমাদের ফরোয়ার্ডরা প্রতিপক্ষ রক্ষণকে সবসময়ই ব্যস্ত রাখতে সক্ষম, দলের রক্ষণভাগও অনেক শক্তিশালী। তাই জয়টা আশা করাই যায়!’

    মরক্কোর সমর্থকদের জন্য একটা পয়েন্ট ‘উপহার’ দিতে চান কোচ হার্ভি রেনার্দ, ‘আমরা স্পেনকে ছেড়ে কথা বলব না, যতটুক সম্ভব লড়াই করবে আমার দল। যদি একটা পয়েন্টও বের করে আনতে পারি, সেটাই হবে সমর্থকদের জন্য উপহারসরূপ।’

    দলের খবর

    দুই দলেই নেই কোনো ইনজুরি শঙ্কা। নাচো কিছুটা অসুস্থ থাকলেও ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন। আগের ম্যাচের একাদশই তাই দেখা যেতে পারে।

    স্পেন- ডি গিয়া,কারভাহাল, পিকে, রামোস, আলবা, বুস্কেটস, ইনিয়েস্তা, থিয়াগো, সিলভা, কস্তা, ইস্কো

    সংখ্যায় সংখ্যায়

    মরক্কোর সাথে আগের দুইবারের দেখায় দুই ম্যাচেই জিতেছে স্পেন। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে স্পেন, হেরেছে একটিতে। অন্যদিকে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৬ ম্যাচের ৪টিতে হেরেছে মরক্কো, জয় এসেছে একটিতে।