• কিক অফের আগে
  • " />

     

    কিক অফের আগে: ব্রাজিল-জার্মানির দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই

    কিক অফের আগে: ব্রাজিল-জার্মানির দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই    

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল?

    ব্রাজিল বনাম সার্বিয়া, গ্রুপ ই, রাত ১২টা, স্পারটাক

    প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল তিতের ব্রাজিল, পরের ম্যাচে শেষ মুহূর্তের দুই গোলে কোস্টারিকার বিপক্ষে স্বস্তির জয় পায় তারা। নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আজ সার্বিয়ার সাথে ড্র করলেই যথেষ্ট ব্রাজিলের। অন্য ম্যাচে যদি সুইজারল্যান্ড জিতে যায়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই নেইমারদের সামনে। তবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কাও কিন্তু রয়ে যাচ্ছে। যদি সার্বিয়ার সাথে হেরে হায় ব্রাজিল, আর অন্যদিকে সুইজারল্যান্ড ড্রও করে, তাহলেই বিদায়ঘন্টা বেজে যাবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

    ব্রাজিল খেলবে আক্রমণাত্মক ফুটবল

    কোস্টারিকার বিপক্ষে শেষ আধ ঘণ্টায় দেখা গেছে সেই চিরচেনা ‘জোগো বনিতো’। সার্বিয়ার বিপক্ষেও সুন্দর ফুটবল উপহার দেবে ব্রাজিল, জানালেন কোচ তিতে, ‘আমরা আগের ম্যাচের দ্বিতীয়ার্ধে যেমন খেলেছি, সেরকমই খেলব পরের ম্যাচে। কিছুটা আবেগি হয়ে গিয়েছিল সবাই, এটা খারাপ কিছু না। ম্যাচ হারি বা জিতি, আমরা একটা দল হিসেবেই সব সামলাবো।’



     

    সার্বিয়া কোচ স্লাদেন ক্রাস্টাইচ ভয় পাচ্ছে না ব্রাজিলকে, ‘ব্রাজিলকে ভয় পাওয়ার কিছুই নেই। তবে আমাদের ধৈর্য রেখে খেলতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সবাই নিজেদের দায়িত্বটা পালন করলে ভালো কিছুই হবে।’

    দলের খবর

    ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না ব্রাজিলের দানিলো ও ডগলাস কস্তা। সার্বিয়া একাদশ থাকবে আগের ম্যাচের মতোই।

    সম্ভাব্য একাদশ

    ব্রাজিল -অ্যালিসন; ফাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো; কাসেমিরো, পাওলিনিয়ো,কৌতিনহো; উইলিয়ান, হেসুস, নেইমার।

    সার্বিয়া- স্টইকোভিচ; ইভানোভিচ, মিলেঙ্কোভিচ, তোসিচ, কোলারভ; মাতিচ, মিলিভোয়েভিচ; তাদিচ, মিলিঙ্কোভীচ-সাভিচ, লাজিচ; মিত্রোভিচ। 

    সংখ্যায় সংখ্যায়

    বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। ব্রাজিল ও সার্বিয়া( যুগস্লাভিয়াসহ) জিতেছে একটি করে ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। সব টুর্নামেন্ট মিলিয়ে দুই দল খেলেছে ১৯ বার, ব্রাজিল জিতেছে ১০ বার, সার্বিয়া দুইবার, ড্র ৭ ম্যাচে।

    শেষ ১৬র স্বপ্ন দেখছে সুইজারল্যান্ড

    সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা, গ্রুপ ই, রাত ১২ টা, নিজনি নভগোরদ

    দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কোস্টারিকার বিপক্ষে ড্র করলেই চলবে সুইসদের। যদি ব্রাজিল অন্য ম্যাচে জিতে যায়, তাহলে হারলেও শেষ ১৬তে পৌঁছে যাবে শাকিরিরা।

     

    জার্মানির অগ্নিপরীক্ষার রাত

    জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া, গ্রুপ এফ, রাত ৮টা, কাজান

    প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল জার্মানির বিশ্বকাপ। পরের ম্যাচে টনি ক্রুসের অন্তিম মুহূর্তের অসাধারণ এক গোলে সুইডেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রেখে জোয়াকিম লোর দল। ভাগ্য নিজেদের হাতে রেখে শেষ ১৬ নিশ্চিত করার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ই লাগবে তাদের। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সুইডেন ম্যাচের দিকে।

    ভাগ্যের ওপর নির্ভর করতে চান না লো

    জিতলেই অন্যদের টিকে তাকাতে হবে না জার্মানির। ভাগ্য নয়, জার্মানি কোচ লো শেষ ১৬ নিশ্চিত করতে চান কোরিয়াকে হারিয়েই, ‘অন্যদের দিকে তাকিয়ে থাকতে চাই না। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে। আগের দুই ম্যাচের ভুল শুধরে কোরিয়াকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে যেতে চাই। আমার দল নিজেদের সেরটা দেবে আগের ম্যাচের মতো, আশা করি এবারো জয় আসবে। ’

    দক্ষিণ কোরিয়া কোচ শিন তাই ইয়ং জার্মানিকে ফেভারিট মানছেন, ‘বাস্তবতা আপনাকে বুঝতে হবে। আমাদের চেয়ে জার্মানি অনেক এগিয়ে। কিন্তু বিশ্বকাপে যেকোনো কিছুই হতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপরে। জার্মানির পায়েই হয়ত বেশি সময় বল থাকবে, তাও আমাদের হাল ছাড়লে চলবে না।’

    দলের খবর

    আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে থাকছেন না জার্মানির জেরম বোয়াটেং। ইনজুরি কাটিয়ে ফিরছেন ম্যাটস হামেলস। কোরিয়া অধিনায়ক সুং ইয়ং কি ইনজুরির কারণে থাকছেন না একাদশে।

    সম্ভাব্য একাদশ

    জার্মানি- নয়্যার, কিমিচ,হামেলস, রুদিগার, হেক্টর, ক্রুস, খেদিরা, রয়েস, ওজিল, মুলার, ভার্নার।

    দক্ষিণ কোরিয়া- হুয়েন জু, ইয়ং সান,হুন সু, সুং হুন,হং চুল,সে মিন, উ ইয়াং, সে জংগ, মিন সন, হি চান, শিন উক

    সংখ্যায় সংখ্যায়

    বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে দুইবার, দুই ম্যাচের জিতেছে জার্মানি। এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে জার্মানরা।

    সুইডেনের সামনে মেক্সিকো বাধা

    সুইডেন বনাম মেক্সিকো, গ্রুপ এফ, রাত ৮টা, ইয়েকাতেরিনবুরগ

    জার্মানির আছে শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল গত ম্যাচে। জার্মানির মতো তাদের পয়েন্টও ৩। আজ মেক্সিকোর বিপক্ষে জিতলে ও জার্মানি পয়েন্ট হারালেই পরের রাউন্ডে যাবে সুইডেন। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতলেও অংকের মারপ্যাঁচে এখনো বাদ যাওয়ার শঙ্কায় আছে মেক্সিকো। সুইডেনের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে শেষ ১৬। হারলেও বেঁচে থাকবে আশা, যদি অন্য ম্যাচে জার্মানি হেরে যায়।