• পাকিস্তান-অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
  • " />

     

    হাত না মেলানোয় ক্ষমা চাইলেন ম্যাক্সওয়েল

    হাত না মেলানোয় ক্ষমা চাইলেন ম্যাক্সওয়েল    

     

    বল হাতে শেষ ২ ওভারে দিয়েছেন ৩৩ রান, দলও হেরেছে ফাইনাল। গ্লেন ম্যাক্সওয়েল যে খুব ভালো মেজাজে ছিলেন না তা বলাই বাহুল্য। সেটার রেশ দেখা গেছে ম্যাচের পরেও। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলানোর সময় ইচ্ছা করেই প্রতিপক্ষ অধিনায়ক সরফরাজ আহমেদের সাথে হাত মেলাননি তিনি। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন ম্যাক্সওয়েল।

    ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে হারার পর দুই দলের ক্রিকেটাররাই অন্য যেকোনো ম্যাচের মতো হাত মেলাচ্ছিলেন। অন্যদের সাথে হাত মেলালেও ইচ্ছা করেই সরফরাজের সাথে হাত মেলাননি ম্যাক্সওয়েল, যদিও সরফরাজ তার দিকে হাত বাড়িয়েছিলেন।

    ম্যাক্সওয়েলের এই ঘটনায় ধারাভাষ্যকাররা বলেছিলেন, এটা বাজে রকমের অখেলোয়াড়সুলভ আচরণ। যদিও পাকিস্তান কিংবা সরফরাজের পক্ষ থেকে এটা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

     

     

    সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠার পরে ম্যাক্সওয়েল নিজেই তার ভুল স্বীকার করেছেন, ‘আমি এভাবে ক্রিকেট খেলি না। ম্যাচ শেষে যা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। এটা অনিচ্ছাকৃত ভুলই ছিল। আমি হোটেলে ফিরে সরফরাজকে খুঁজছি। তাকে পেলেই আমি হাত মিলিয়ে শিরোপা জেতার জন্য অভিনন্দন জানাবো।’

    শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল হাত মেলানোর জন্য সরফরাজকে খুঁজে পেয়েছিলেন কিনা কে জানে!