• ফুটবল

রিয়াল মাদ্রিদ-দ্যা কিংস অফ ইউরোপ

পোস্টটি ৮৩৯২ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

ZchCfV1১৯০২ সালের ৬ ই মার্চ ফুটবল বিশ্বে আনুষ্টানিক ভাবে জন্ম নেয় একটি স্প্যানিশ ক্লাব,ক্লাবের নামটা রিয়াল মাদ্রিদ।

কে জানতো সেদিনের সেই দলটাই হবে শতাব্দীর সেরা ক্লাব?
কে জানতো সেদিনের সেই সাদা জার্সির দলটাই স্পেন,গোটা ইউরোপে তথা ফুটবল বিশ্বের ক্লাব লড়াইয়ে রাজত্ব করবে?
স্প্যানিশ লা লীগায় সর্বোচ্চ ৩২ লা লীগা সাথে আছে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্টত্বের লড়াইয়ে সর্বোচ্চ ১১ টি শিরোপা,সর্বোচ্চ ৫ টি ক্লাব বিশ্বকাপ..
লস ব্লানকোস,লস গ্যালাক্টিকোস,লস মেরেংগুয়েজ,অল হোয়াইট,ভাইকিংস নানা নামে খ্যাতি আছে দলটার।
যুগে যুগে মহাতারকারা খেলে গেছেন এই রিয়াল মাদ্রিদের সাদা শুভ্র জার্সিতে।
ডি স্টেফানো থেকে শুরু করে পুসকাস,গেন্তো,রেমন্ড­­­­ কোপা,রোনাল্ডো,
নিস্টেলরয়,হিয়েরো,জ­িদান,­বেকহ্যাম,
রাউল,ফিগো,
সালগাদো,সান্তা মারিয়া,বুত্রেগোয়ান­­­­ো,ম্যাককেলে,
গুতি,ক্যানেভারো,কার্­­­­লোস,কাকা,ওয়েন,সে­র­্­ড­ফ,রবিনহো,ওজিল,­ ডি মারিয়া তাছাড়া আরো বহু তারকা প্লেয়ার খেলেছেন সাদা আর্মিদের জার্সি গায়ে।
বর্তমানেও রোনালদো থেকে রামোস,বেল,হামেস,মদ্রিচ,মার্সেলো,পেপে সহ খেলে যাচ্ছেন সময়ের সেরা মহাতারকারা।
যুগ যুগ এভাবেই সময়ের সেরারা সাদা শুভ্র 
জার্সিতে মাঠ মাতাবে এটাই বোধ হয় নিয়ম।
রিয়াল মাদ্রিদ মানে কি?
হ্যা এই প্রশ্নটা লিজেন্ড ডি স্টেফানো কে করা হয়েছিল,তখন তিনি বলেছিলেন রিয়াল মাদ্রিদ একটা অনুভূতি।
ঠিক তেমনি এত্তকিছু অর্জনের পরও রিয়াল মাদ্রিদ শুধু একটা সেরা ক্লাব নাহ একটা ভালোবাসা,আবেগ ও ভালোলাগা।
রিয়াল মাদ্রিদ মানে রাউল,রোনালদোদের পুরো ন্যু ক্যাম্প শান্ত করে দেওয়া সেলিব্রেশন।
রিয়াল মাদ্রিদ মানে জিদানের সেই ভলি।
রিয়াল মাদ্রিদ মানে রক্তমাখা অংগে রাউল,রামোস,রোনালদো,ই­­স্কোদের লড়াই চালিয়ে যাওয়া।
রিয়াল মাদ্রিদ মানে গ্ল্যাডিয়েটর সার্জিও রামোসের ৯০ মিনিটে প্রতিপক্ষের আস্তানা চুরমার।
রিয়াল মাদ্রিদ মানে গ্যারেথ বেলের বিখ্যাত সেই দৌড়।
রিয়াল মাদ্রিদ মানে আরবেলোয়ার প্যাশন।
রিয়াল মাদ্রিদ মানে ব্রাজিল থেকে মার্সেলোর মাদ্রিদে হেটে আসার তীব্র বাসনা।
রিয়াল মাদ্রিদ মানে ক্যাসিয়াস-নাভাসের অতি মানবীয় সেভ।
শুভ জন্মদিন প্রানের ক্লাব রিয়াল মাদ্রিদ।
তোমার জন্য কত আনন্দ অশ্রু ঝড়িয়েছি তার হিসাব নেই।
ধন্যবাদ এতগুলো আনন্দের মুহুর্ত উপহার দেওয়ার জন্য।