• ক্রিকেট

ক্রিকেটের বিশ্বায়ন থমকে দিয়ে অথৈ জলে ভাসছে ভারত

পোস্টটি ১২০৩ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে আয়ারল্যান্ডের মত দল খেলছেনা এটা অবশ্যই ক্রিকেটের বিশ্বায়নের জন্য খুবই প্যাথেটিক ঘটনা! কিন্তু আগে একসময় টি টোয়েন্টি বিশ্বকাপ কেন ৫০ ওভারের বিশ্বকাপ ১৬ দলের হতো, ফরম্যাট ও খুব ইন্টারেস্টিং ছিল! কিন্তু যেই না ভারত ২০০৭ সালে গ্রুপ পর্বে হোচট খায়, সেই থেকে প্রতিটা বিশ্বকাপে দুইটা পুলে ভাগ করে বিশ্বকাপের চিরচারিত রূপ বদলে দেয়।ওডিআই ২০১১,২০১৫,২০১৯ বিশ্বকাপ ছিল গ্রুপ পর্ববিহীন ৫০ ওভারের বিশ্বকাপ!! ক্রিকেটের বিশ্বায়নের বারোটা ওরাই বাজিয়েছে!! ওদের টাকার কাছে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া ও নত হয়েছে ক্রিকেটের সৌন্দর্য বিকিয়ে দিয়ে! একসময় টি বিশ্বকাপে ও ১৬ টি দল খেলতো! কিন্তু ঐ গ্রুপ পর্বে কোন বড়লাট যাতে বাদ না পড়ে সে জন্য দুটো পুলে বিভক্ত করে টি টোয়েন্টি বিশ্বকাপের সৌন্দর্য পুরোপুরি ধ্বংস করা হয়েছে! ২০০৭ এ যেখানে ১৬ টি দল ৪ টি গ্রুপে বিশ্বকাপের মূলপর্বে অংশ নিতো,সেখানে ২০২১ এসে মূলপর্বে অংশ নেয় ১২ টি দল! আইসিসি এখন ক্রিকেটর বিশ্বায়ন নিয়ে চিন্তা করে না অর্থের নিশ্চিত অবাধ সরবরাহে যেত কেন ঘাটতি না পড়ে সেজন্য মোড়লরা যা চায় তাই করে!! যদি আইসিসি এবং ভারত ক্রিকেটের বিশ্বায়নই চাইতো টি টোয়েন্টি বা ৫০ ওভারের বিশ্বকাপের মূলপর্বে বর্তমানে ২০ টির অধিক দল অংশগ্রহণ করতো! কিন্তু ভারত নিজের ব্যাবসায়িক স্বার্থে ক্রিকেটকে অবলীলায় আইসিসিকে ভুঁইফোড় সংস্থা বানিয়ে ক্রিকেটকে প্রায় হজম করার পথে.... 

অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে ভারত ওডিআই বা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট, স্বকীয়তা কিংবা ধারাবাহিকতা সবই হারিয়েছে। গতকাল ভারত যেভাবে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তাতে যারা ক্রিকেটকে সত্যিই ভালোবাসেন তারা সত্যিই আনন্দ পেয়েছেন বলে আমি বিশ্বাস করি! একটা বিশ্বকাপ দুই গ্রুপে বিভক্ত এটা শুনতেই কেমন জানি লাগে,কিন্তু ভারতের কাছে বিশ্বকাপ মানে অর্থ আয়ের মাধ্যমে নিজের পকেটের হাল তকিয়তের চেহারা পাল্টানো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারত ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল গ্রুপ ফরম্যাটেই ,কিন্তু এরপরও ভারতের বোর্ড কর্তারা ব্যাবসায়িক স্বার্থে গ্রুপ পর্বের রিস্ক নিতে রাজিনা,পাছে ভারত গ্রুপ পর্বে বাদ পড়ে যায়!! কিন্তু এবার শেষ রক্ষে হচ্ছেনা..... 

ক্রিকেটকে এতটা নির্জীব করে নিজে ভাল থাকা যায়না ভারতীয় ক্রিকেট তারই প্রমাণ.

FB_IMG_1635748635313