মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়ার কারণ
পোস্টটি ৭৭২ বার পঠিত হয়েছে
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। যিনি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক এবং মিডল অর্ডারের বেইজ ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তিনিই এখন দলের বোঝা হয়েছিলেন এবং বিশ্বকাপ স্কোয়াড থেকে রীতিমত বাদও পড়েছেন সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য। অথচ এই অচেনা রিয়াদকে রীতিমতো দেখতে দেখতে দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেটের শত্রু বনে গিয়েছেন এই পঞ্চপাণ্ডবের একজন।
বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছে বিশেষ কিছু কারণে যা রীতিমত নাজেহাল করেছিলো বাংলাদেশের ম্যাচগুলোতে।
প্রথমত, স্ট্রাইক রেট। রিয়াদ যখন ব্যাটিং এ নামেন তখন তার কাঁধে দায়িত্ব থাকে স্ট্রাইক রোটেট করে নিয়মিত রান করতে থাকা। সেক্ষেত্রে বল ডট দেওয়ার প্রবনতা বেশি হয়ে যাচ্ছিল। এর পাশেও বাউন্ডারি বের করতে না পারায় রানের খাতাও খুলতে রীতিমতো নাজেহাল হয়েছে এই সাইলেন্ট কিলার।
দ্বিতীয়ত, ব্যাটিং এ্যাপ্রোচ। রিয়াদ যখন ব্যাটিং এ নেমেছেন, তখন ছয় চার দিয়ে রান বের করার সময়। কিন্ত সেখানে বয়সের ভারে নিজের শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তায় নিয়মিত বাউন্ডারি বের না করা একটা অভ্যাসে বানিয়েছেন এই রিয়াদ। তার ফলাফল, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ।
সর্বশেষ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে ২৫ বলে ২৭ রানের দুর্বল ইনিংস খেলেছেন যা দর্শকদের দেওয়া প্রতিশ্রুতিকে মেরে ফেলেছেন অবিলম্বে। ২য় ম্যাচেও একই এ্যাপ্রোচ। শ্রীলঙ্কার সাথে ডু অর ডাই ম্যাচে ২২ বলে ১চার এবং ১ ছক্কার বিনিময়ে ২৭ রান যা শেষের দিকে দলের বোঝাই হয়ে যাচ্ছিল। বিগত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও সেই একই অবস্থায় জর্জরিত ছিলো এই পঞ্চপাণ্ডবের একজন।
দিনশেষে মানুষ এবং পারফরম্যান্সকেই মনে রাখবে দিনকে দিন। সেক্ষেত্রে আবেগকে দূরে রেখে বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিতে পেরেছেন যা একটি সুদূরপ্রসারী চিন্তার সামিল।হয়তো একটি নতুন বিশ্বকাপের চাক্ষুষ প্রমাণ হতে যাচ্ছে বাংলাদেশের সমর্থকরা।
- 0 মন্তব্য