আম্পায়ারকে 'চোর' বলায় সেরেনার জরিমানা
আম্পায়ারের সাথে তার তর্ক ছাপিয়ে গিয়েছিল প্রতিপক্ষের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিকেও। ইউএস ওপেনের ফাইনালে আম্পায়ারকে ‘চোর’ বলায় শেষ পর্যন্ত শাস্তি পেতেই হচ্ছে সেরেনা উইলিয়ামসকে। অখেলোয়াড়সুলভ আচরণ করায় প্রায় ১৫ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে সেরেনাকে।
খেলা চলার সময় গ্যালারি থেকে কোচের পরামর্শ নিচ্ছেন, এই অভিযোগে সেরেনাকে দুইবার সতর্ক করা হয়। শুধু তাই নয়, পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ ওসাকাকে একটি পয়েন্টও দেওয়া হয়। দ্বিতীয় সেটে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সেরেনা ও আম্পায়ার রামোসের মাঝে তুমুল তর্ক বাধে। তর্কের এক পর্যায়ে রামোসকে ‘মিথ্যুক’ ও ‘চোর’ বলেন সেরেনা। শেষ পর্যন্ত ম্যাচটি সরাসরি সেটেই হারেন তিনি।
ফাইনালের ওই কান্ডের পর সেরেনাকে ১৭ হাজার ডলার জরিমানা করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। এই টাকার অংকটা কেটে রাখা হবে তার রানার্সআপ হওয়ার প্রাইজমানি থেকে।