• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    ইংল্যান্ডের টেস্ট দলে বার্নস, ডেনলি, স্টোন

    ইংল্যান্ডের টেস্ট দলে বার্নস, ডেনলি, স্টোন    

    শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সারের ওপেনিং ব্যাটসম্যান ররি বার্নস, কেন্ট ব্যাটসম্যান জো ডেনলি ও ওয়ারউইকশায়ার পেসার ওলি স্টোন। নিউজিল্যান্ডে অভিষেকের পর দলে ফিরেছেন সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচও। অ্যালেস্টার কুকের অবসরের পর দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার কিটন জেনিংসও। 

    কাউন্টি চ্যাম্পিয়শিপের শিরোপা জেতা দল সারের অধিনায়ক বার্নস ডিভিশন ওয়ানে এ মৌসুমে ৬৯-এর ওপর গড়ে করেছেন ১৩১৯ রান। গত দুই মৌসুম ধরেই দারুণ ফর্মে আছেন তিনি, এবার ডাক পেলেন দলে। 

    ৩২ বছর বয়সে ইংল্যান্ড দলে আবার ফিরলেন ডেনলি। ২০১০ সালে অভিষেকের পর নয়টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। কেন্টের হয়ে এ মৌসুমটা দারুণ কেটেছে তার, তার কাউন্টিও উঠেছে ডিভিশন ওয়ানে। 

    স্টোন টেস্টের আগে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে দলেও। ২৪ বছর বয়সী পেসার এ মৌসুমে ১২ গড়ে নিয়েছেন ৩৭ উইকেট। 

    আর লিচ ছাড়াও ইংল্যান্ড দলে স্পিনার হিসেবে আছেন মইন আলি ও আদিল রশিদ। দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দেওয়ার কথা উঠলেও দুজনই আছেন দলে। 

    শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড 
    জো রুট (ইয়র্কশায়ার), ররি বার্নস (সারে), কিটন জেনিংস (ল্যাঙ্কাশায়ার), জো ডেনলি (কেন্ট), ওলি পোপ (সারে) মইন আলি (উরস্টারশায়ার), জনি বেইরস্টো (ইয়র্কশায়ার), বেন স্টোকস (ডারহাম), জস বাটলার (ল্যাঙ্কাশায়ার), স্যাম কারান (সারে), ক্রিস ওকস (ওয়ারউইকশায়ার), জেমস অ্যান্ডারসন (ল্যাঙ্কাশায়ার), স্টুয়ার্ট ব্রড (নটিংহ্যামশায়ার), আদিল রশিদ (ইয়র্কশায়ার), জ্যাক লিচ (সমারসেট), ওলি স্টোন (ওয়ারউইকশায়ার)