• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    লাইভ রিপোর্ট- বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটনের প্রথম দিন

    লাইভ রিপোর্ট- বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটনের প্রথম দিন    

    ওয়েলিংটনের টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বেসিন রিজার্ভে প্রথম দিনের খেলা। মাঠে গড়ায়নি একটি বলও, হতে পারেনি টসই। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন এ সিদ্ধান্ত। দ্বিতীয় দিন আধা ঘন্টা আগে শুরু হবে খেলা। অবশ্য বৃষ্টির সম্ভাবনা আছে দ্বিতীয় দিনও। আপাতত আশা, দ্বিতীয় দিন মাঠে গড়াবে ওয়েলিংটন টেস্ট।

    আপাতত, বিদায়! 


    ৭.৩৭- বাংলাদেশ সময় ৮টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এখনও। 

     

     

    ৭.২১- অপেক্ষা (আরও)


    ৬.৫১- এখনও সিদ্ধান্ত হয়নি কোনও। অপেক্ষা....


    ৬.২৬- নিউজিল্যান্ড ক্রিকেটের জার্সি সবসময়ই দারুণ কিছু। এবার তাদের জার্সি নির্ধারণে অংশ নিতে পারবেন আপনিও। এ চারটি জার্সির মধ্যে একটি নিউজিল্যান্ড পরবে আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। ভোট দিয়ে আসতে পারেন এই লিঙ্কে


    ৬.১১- 'স্বাভাবিক' দিনে এ সময় হওয়ার কথা লাঞ্চ। তবে ওয়েলিংটনে হয়নি টসই। লাঞ্চ-বিরতিতে পড়তে পারেন- 

    ইতিহাসের শিক্ষা এবং সৌম্য-মাহমুদউল্লাহর দুই রকম 'উত্তর'


    ৫.৩৫- নির্ধারিত লাঞ্চ বিরতির বাকি ২৫ মিনিটের মতো। ক্রিকইনফো অনুযায়ী, খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা আসতে পারে সেই বিরতির পরই।


    ৫.২৬- অন-ফিল্ড ধারাভাষ্যের জন্য খুব একটা সুবিধার দিন নয়!


    ৫.১৮- আপাতত ওয়েলিংটনে শীঘ্রই খেলা শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। তবে অসম্ভবও সম্ভব হয়, গত রাতে যেমন প্যারিসে হয়েছেতার আগে পড়তে পারেন আয়াক্স-রূপকথার গল্পটাও। 


    ৪.৪০- হ্যামিল্টনে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন, করেছিলেন ৪ রান। তবে আজকের দিনটা বিশেষ তার জন্য। শুভ জন্মদিন, রস টেইলর!


    ৪.২৯- তাদের সুখের দিন


    ৪.২৬- সুসংবাদ নেই এখনও ওয়েলিংটনে। আজ বিশ্ব নারী দিবস, পড়ে আসুন সালমাদের রূপকথার গল্পটা। 


    ৪.০৫- এ সময়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল খেলা। তবে বৃষ্টিতে তার নামগন্ধও নেই আপাতত।
    নিউজিল্যান্ডে বাংলাদেশের সুখস্মৃতিগুলোর একটি ছিল সাকিব-মুশফিকের রেকর্ড জুটি। সেই ওয়েলিংটনে বাংলাদেশ ফিরলেও এবার নেই তারা


     


    ৩.৪২- শুরুতেই দুঃসংবাদ। বৃষ্টির মুখে পড়েছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন। রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি চলছে এখনও ওয়েলিংটনে, প্রবল বাতাস তো আছেই। শীঘ্রই খেলা শুরু হওয়ার সম্ভাবনাও নেই, হয়নি টসও। ক্রিকইনফো বলছে, এখনও মাঠেই আসেননি ক্রিকেটাররা। 

    টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তিন সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, হ্যামিল্টনে।