• নিউজিল্যান্ডের শ্রীলংকা সফর
  • " />

     

    আরও একবার চতুর্থ ইনিংসে দুর্দান্ত শ্রীলংকা

    আরও একবার চতুর্থ ইনিংসে দুর্দান্ত শ্রীলংকা    

    স্কোর

    শ্রীলংকা ২৬৭ ও ৮৬.১ ওভারে  ২৬৮/৪ (করুনারত্নে ১২২, থিরিমানে ৬৪; সাউদি ১/৩৩)

    নিউজিল্যান্ড ২৪৯, ২৮৫ 

    শ্রীলংকা ছয় উইকেটে জয়ী 

    ম্যান অফ দ্যা ম্যাচ- দিমুথ করুনারত্নে

     

    লাহিরু থিরিমানের সাথে গতকাল ১৩৩ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন দিমুথ করুনারত্নে। পঞ্চম দিনের পিচে হয়তো খানিকটা রোমাঞ্চের আশা করেছিলেন কেন উইলিয়ামসন। তবে শেষ দিনে খুব বেশি রোমাঞ্চ ছড়াতে দিলেন না লংকান অধিনায়ক। বছরের শুরুতে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য সেই রান তাড়া করে জেতার পর আবারও ২৫০ রানের বেশি টার্গেটকে টপকে গেলো লংকানরা। করুনারত্নের দুর্দান্ত এক সেঞ্চুরিতে আজ প্রথম সেশনেই শেষ হয়ে গেছে খেলা। ছয় উইকেট হাতে রেখেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো শ্রীলংকা। 

    শেষ দিনে শ্রীলংকার প্রয়োজন ছিল ১৩৫ রান, হাতে ছিল ১০ উইকেট। চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ায় আজ কিছুটা আগেই শুরু হয়েছিল দিনের খেলা। শুরুর কয়েক ওভার খানিকটা দেখে শুনে পার করেছেন করুনারত্নে-থিরিমানে জুটি। 

    গতদিনের ৫৭ রানের সাথে আজ থিরিমানে যোগ করতে পেরেছেন সাত রান। সুইপ করতে গিয়ে সমারভিলের বল থিরিমানের প্যাডে লাগলে এলবিডব্লিউ দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পেই লাগছে। থিরিমানে ফিরলে ভাঙ্গে ১৬১ রানের ওপেনিং জুটি। থিরিমানের পর কুশাল মেন্ডিস নেমেই হাত খুলে খেলা শুরু করেন। সাথে করুনারত্নেও ছিলেন মারমুখী। দ্রুতই শ্রীলংকার টার্গেট কমতে থাকে। 

    মেন্ডিসের ইনিংস অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক ছয় ও এক চারে ১০ রান করে আজাজ প্যাটেলের বলে জিত রাভালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ার সময় টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। এটি গলে তাঁর তৃতীয় সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। 

    খেলাটা শেষ করে আসতে পারতেন করুনারত্নেই। টিম সাউদির বলটা অফস্টাম্পের অনেক বাইরে ছিল। ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন করুনারত্নে, দলের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে। দারুণ এই সেঞ্চুরির জন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

    কখন জিতবে শ্রীলংকা, লাঞ্চের আধ ঘণ্টা আগে এটাই ছিল একমাত্র প্রশ্ন। খানিকটা বৃষ্টিও পড়ছিল তখন। শেষ পর্যন্ত আম্পায়াররা নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট বাড়িয়ে দিলেন প্রথম সেশনের সময়। ম্যাথিউস ও দনঞ্জয়া ডি সিলভা লাঞ্চের আগেই জয় এনে দিয়েছেন শ্রীলংকাকে। ২০১৬ সালের পর এটা টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়। নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই পূর্ণ ৬০ পয়েন্ট পেল লংকানরা। ২২ আগস্ট কলম্বোতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।